আজ অনেক দিন পর আবার সুজন সখি ছবিটা দেখলাম, অবশ্য এইবার ও সম্পূর্ণ দেখা হয় নাই । ফারুক কবরীর পর সালমান শাহ শাবনূর এই ছবিটির রিমেকে অংশগ্রহন করেন। সব সখিরে পার করিতে গানটা আমার খুব ই প্রিয়। এর অরিজিনাল ভার্সনের পাশাপাশি অনেক রিমিক্স বের হয়েছে। কিন্তু কপাল খারাপ আমার কাছে গানটার কোন অডিও নেই । আজ মুভি টা দেখে গানটার কথা গুলো লিখে ফেললাম সেই সাথে আপনাদের মাঝে কথা গুলো শেয়ার করছি। আমার লেখায় ভুল থাকতে পারে , আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারো কাছে যদি গান গুলো থাকে তাহলে অনুগ্রহ করে লিংক টা দিবেন বা মেইল করবেন কি।
লিরিকস্:
সব সখিরে পার করিতে নেব আনা আনা
তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা
সখি গো
আমি প্রেমের ঘাটের মাঝি
তোমার কাছে পয়সা নিব না
ও সুজন সখিরে
প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই
মনের বদল মন দিতে হয়
প্রেমের কথা জানিনা, মনের বদল করি না
পাড়ের কঁড়ি লইবা যদি লও
থাকো সখি ঋণি থাকো কঁড়ি লব না
সখি গো
আমি প্রেমের ঘাটের মাঝি
প্রেম ছাড়া প্রাণে বাঁচি না
ও ঘাটের মাঝিরে
ভূতের মুখে রাম নাম আর লইও না
লজ্জা শরম আছে কি বা নাই
রাম শাম জানি না ভূতের বাড়ি চিনি না
তোমায় সখি ঘরে নিবার চাই
তুমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইয়ো না
বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইয়ো না
মাঝি গো
ও আমি ফুলের বালা ফুলে
আমার দিকে নজর দিয়ো না
ও সুজন সখিরে
প্রেমের হাটের বেচা কেনায় কুল মান নাই
মনের বদল মন দিতে হয়
মনের মত মন মাঝি চেনা বড় দায়
আসল কি বা নকল কারে কয়
যেমন খুশি তেমন করে যাচাই করে লও
সখি গো
আমি প্রেমের ঘাটের মাঝি
মাঝ দড়িয়ায় নাও ডুবাবো না
সব সখিরে পার করিতে নেব আনা আনা
তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা
সখি গো
আমি প্রেমের ঘাটের মাঝি
তোমার কাছে পয়সা নিব না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।