আমার খুব বন্ধু ঘাস জন্মাবে একটু পর ঠিক আমার পিঠ বরাবর।
আজ ২৫ ডিসেম্বর সঞ্জীব চৌধুরীর ৪৫তম জন্মদিন। তিনি ছিলেন সাংবাদিক এবং তার থেকে বেশি পরিচিত সঙ্গীত শিল্পী হিসেবে। এক সময় গল্প লিখতেন। কবিতাও লিখেছেন।
এ কবিতা দুটি তার ডায়েরি থেকে প্রাপ্ত। ডায়েরিতে উলি্লখিত তারিখ যথাক্রমে ১২ মে ১৯৮৪ রাত ১.৩০ এবং ২টা।
দিনের পর দিন
বছরের পর বছর
আমার বাঘের বাচ্চা শালাটা
নেশার মতোন একটা রোগ নিয়ে
বিকুবের যত রাগ আর ঘৃণার
তুষের আগুনে জ্বলতে থাকে।
নিঃস্ব প্রহরের দিনগুলোতে
মাথার ভেতর ঝনঝনিয়ে ওঠে
একটা লোহার শেকল
বুকের মাঝখানে একটানা চলতে থাকে
দুই পয়সার প্রচণ্ড লড়াই।
লড়াই যারা করে তারাই তো নেতা
কিন্তু গোলাকার এই পৃথিবীর
গোলকধাঁধায় কোথায় এসে দাঁড়িয়েছি
বাঘের বাচ্চাটা গর্জন করে ওঠে
চোখ নামা শুয়োরের বাচ্চা
চোখ নামা
২.
ক্লোজআপ।
টেলিফোন।
অফভয়েস। কে যেন বলে ওঠে পেয়েছি।
ক্লোজআপ। টেলিফোনটা কয়েকবার
বেজে ওঠে।
কাট্।
লংশট। দুটো মানুষের ছায়া মারামারি
করছে।
কাট্।
মিডশট।
একটা কুকুর দৌড়ে পালাচ্ছে।
অফভয়েস। পরপর তিনবার একটা
হুইশ্ল বেজে ওঠে।
কাট্।
মিডক্লোজ।
দুটো মানুষ পাশাপাশি শুয়ে।
দু'জনের সমস্ত শরীর ক্ষতবিক্ষত।
ক্লোজআপ। দু'জনের চোখ পরস্পরের দিকে
প্রচণ্ড ঘৃণায় তাকিয়ে থাকে।
কাট্।
লংশট। একটা কুকুর দৌড়ে পালাচ্ছে।
কাট্।
ক্লোজআপ। একটা টেলিফোন।
কাট্।
সমকাল এর কালের খেয়ায় প্রকাশিত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।