আমাদের কথা খুঁজে নিন

   

কাঠাল প্রেমি এবং কাঠাল বান্ধবদের জন্য

এখানে পিঁপড়ার কামড় ফ্রি!! জানাজার নামাজ ও মৃত্য ব্যক্তিকে নিয়ে কটূক্তি করা প্রসঙ্গে জানতে চাইলে ইসলামী ফাইন্ডেশনের পরিচালক মাওলানা আবদুল্লাহ আল মারুফ বলেন, 'মসজিদের বাইরে জানাজার নামাজে জুতা পরে নামাজ পড়া যাবে। জানাজার নামাজ সম্পর্কে যে ব্যক্তি কটূক্তি করবে সে কাফের হয়ে যাবে। ' মৃত ব্যক্তিকে নিয়ে কটূক্তি করা সম্পর্কে তিনি আরো বলেন, 'মৃত ব্যক্তিকে নিয়ে কটূক্তি, অত্যুক্তি করা হারাম। ' ফেসবুকে ফরায়েজি আন্দোলন নামে একটি গ্রুপে শান্তর জানাজার ছবি পোস্ট করে ইচ্ছামতো জানাজা নিয়ে কটূক্তি আর উপহাস করা হয়। জানাজায় উপস্থিত শান্তর পরিবারের সদস্যসহ ধর্মপ্রাণ মানুষের জুতা পরা না-পরা নিয়ে হাসি-ঠাট্টা করা হয় সেখানে।

ছবিতে দেখা যায়, কেউ জুতা পাশে রেখে, কেউবা জুতার ওপর দাঁড়িয়ে জানাজা পড়ছেন। কিন্তু বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয় গ্রুপে। ছবির নিচে মন্তব্য করতে গিয়ে শাহীন বিডি নামে একজন লেখেন, 'যেমন মুর্দা তেমন জানাজা। ধর্মনিরপেক্ষ সুরঞ্জিত কিংবা রামেন্দু মজুমদার যে জানাজা পড়ায়নি সেটাই বা কম কিসে। ' উরাইয়া আহমেদ নামে অপর একজন মৃত শান্তকে নিয়ে কটূক্তি করেছেন এভাবে, 'ব্লগার তো সব মইরা যাইতাছে! ব্লগ লিখবো কেডা? তরিকুল ব্লগার নিশ্চিন্ন হয়ে গেলেন।

' শান্ত ব্লগার ছিলেন, তবে ধর্ম নিয়ে তিনি কোথাও কিছু লিখেছেন এমন কোনো প্রমাণ ইন্টারনেটে পাওয়া যায়নি। এর পরও তাঁকে নাস্তিক আখ্যা দিচ্ছে জামায়াত-শিবির। সৌজন্যেঃ কালের কন্ঠ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.