আমার মা একদিন অসাধারণ এক রান্না রেধেঁছিলেন, “মুগডাল দিয়ে বাইন মাছ”। অনেকের মনে হতে পারে কি আর এমন হবে খেতে? আমারো খাওয়ার আগে সেটাই মনে হয়েছিল। কিন্তু খাওয়ার পর সত্যিই অবাক হয়েছিলাম। Wake up Sid! এর ক্ষেত্রেও ব্যাপারটা কিছুটা সেরকমই। সম্পূর্ণ জাকজমকহীন কিন্তু মনোমুগ্ধকর একটি চলচ্চিত্র।
কাহিনী জানা যাক। Siddhart ( Ranbir Kapoor) একজন সফল ব্যবসায়ীর একমাত্র ছেলে। বলতে হবে একেবারে আদরের ধন। Sid এর কাজ হলো Friend দের সাথে ঘুরে বেড়ানো আর মজা করা। যদিও Sid মনের দিকদিয়ে খুবই ভালো একটি ছেলে, শুধুমাত্র পৃথিবীর নির্মমতা কখনো তাকে ছুঁতে পারেনি।
বলতে বাধ্য হচ্ছি যে এসময় আমার Sid এর প্রতি চরম হিংসার ভাব এসেছিল। একদিন Sid এর সাথে পরিচয় হয় Aisha Bannerjee ( Konkona Sen Sharma) ‘র। ধীরে ধীরে গাঢ় বন্ধুত্ব। Aisha , Sid এর চেয়ে বয়সে বড় কিছুটা বড়। Aisha , Sid পছন্দ করলেও তার চোখে Sid একটা বাচ্চা ছেলে।
তার স্বপ্নের রাজকুমার হবে Charming , Creative, Personality সম্পন্ন এক ব্যক্তি যার কোনটাতেই Sid নেই। একদিন Sid এর Result বের হয় এবং Sid ফেইল! বাসায় রাগারাগি সহ্য না করে Sid চলে আসে Aisha ‘’র বাসায়। এরপর দুজনে একসাথে থাকাটাকে আক্ষরিক অর্থে “Live Together” বলা গেলেও সেটা ভাবার্থে বলা যাবে না। দুজনের ভিতর থাকে সম্মান ও শ্রদ্ধার এক অদৃশ্য দেয়াল। Aisha ‘র শাসনে Sid কিছুটা বদলে যায়।
Sid , Aisha ‘র অফিসে Photography তে চাকরী পেয়ে যায়। এরপর Sid এর জীবন নেয় এক নতুন মোড়। Photography’র নেশায় হারিয়ে যায় সে। কিন্তু Aisha ‘র চোখে এখনও সে এক বাচ্চা ছেলে। এদিকে Aisha তার Boss , Kabir (Rahul Khanna) ‘র প্রেমে মগ্ন।
কিন্তু যেদিন Sid নিজের বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন Aisha বুঝতে পারে যে তার জীবনে Sid কতখানি জুড়ে আছে।
Ayan Mukerji নিঃসন্দেহে একজন উঁচু মানের পরিচালক। Ranbir তার Comedy Look থেকে কিছুটা অন্যভাবে সবার কাছে প্রকাশ করেছে। Konkona ‘র চরিত্রটি আমার কাছে কিছুটা বিরক্তিকর হলেও Aisha চরিত্রটি Konkona ছাড়া কারো পক্ষে করা সম্ভব না। মুভিটির Supporting role এ Laxmi ( Shikha Talsania) , Sonia ( Kashmira Shah) কে বেশ ভালো লেগেছে।
মুভিটির সংগীতও বেশ চমৎকার। বিশেষ করে “Iktara” গানটি হৃদয়কে দোলাতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে একটি দেখার মত একটি মুভি।
রেটিং- ৩/৫
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।