লেখার কিছু পাই না, তাই আবোল তাবোল লিখি
বিটিভি তে ৯০ এর দশকে অনেক জনপ্রিয় এবং বিখ্যাত কিছু নাটক হতো। যেমনঃ অয়ময়, কোথাও কেউ নেই, মাটির মানুষ, সংসপ্তক ইত্যাদি।
প্রায় প্রতিটি নাটকেই কমপক্ষে একটি খুব জনপ্রিয় ডায়ালগ থাকতো। যেমন,
খুব জনপ্রিয় বিখ্যাত একটি ডায়ালগঃ
থামলে ভালো লাগে।
'উঠোন' নাটকের একটি ডায়ালগঃ
টেরম টেরম যুদ্ধ হবে
তোমার সাথে আমার সাথে,
বোম ফালাইলো জাপানী,
বোমের ভিত্রে ___ সাপ ( মনে হয় ধোরা সাপ ছিল)
ব্রিটিশ কয় বাপরে বাপ।
শূন্যস্থানে কি সাপ হবে ভুলে গেছি। ব্লগাররা একটু মনে করিয়ে দিন ।
পাশাপাশি ব্লগাররা আসেন আমরা সেই বিখ্যাত ডায়ালগ গুলার একটা লিস্টি বানাই।
১। ফ্লাইওভার বলেছেন: মাইরের মইধ্যে ভাইটামিন আছে
নাটকঃ কোথাও কেউ নেই
২।
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: "থামলে ভাল লাগে"
নাটকঃ তথাপি
চরিত্রঃ তারিক আনাম
৩। হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেনঃ "ছি ছি ছি, তুই এত খারাপ"
নাটকঃ রূপনগর
চরিত্রঃ খালেদ খান
৪। আশিক১১৪ বলেছেন: "ও মানুষের কংকাল তুমি ব্যডা না মাতারি?"
নাটকঃ কি চাও শঙ্খচিল
৫। ইউনুস খান বলেছেন: "ইজ্জত আলীকে ধরিয়ে দিন"
নাটকঃ কোথাও কেউ নেই
৬। ধ্রুব তারা বলেছেন: "কুকুররে কুত্তা কইলে কুকুর মাইন্ড করে"
নাটকঃ কোথাও কেউ নেই
৭।
পেনাল্টিমেট বলেছেন: "দুলাভাই, আপনার এই কথাটা ঠিক না"
চরিত্রঃ আলী যাকের
৮। পেনাল্টিমেট বলেছেনঃ
মির্জা সাহেব - হানিফ
হানিফ - (খুক খুক) জ্বে ছোট সাব
নাটকঃ অয়ময়
৯। পেনাল্টিমেট বলেছেনঃ "টাকা আমার চাই, নইলে জমি"
নাটকঃ সংসপ্তক
চরিত্রঃ খলিল
১০। পেনাল্টিমেট বলেছেনঃ "ওসি সাহেবকে আমি সামলাবো। আমার নাম হচ্ছে কাজী মোহাম্মদ রমযান"
নাটকঃ সংসপ্তক
চরিত্রঃ হুমায়ুন ফরিদি
১১।
পূর্ণিমা নিত্য বলেছেন: "তিতলি ভাইয়া কঙকা ভাইয়া"
নাটকঃ আজ রবিবার
১২। ব্যানেট বলেছেন:
তরিক আলী হাড়ারী
ভাত খায় কলা দি
পেট গেছে ঠেলা দি
নাটক: তরিক আলী হাড়ারী
১৩। রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: "দুবাই যামু,ট্যাকা দেও। ট্যাকা দেও,দুবাই যামু। "
নাটকঃ জব্বর আলী
১৪।
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: "ও জবা কুসুম রোকন দুলালের মা!"
নাটকঃ জব্বর আলী
১৫। শাফ্ক্বাত বলেছেন: ""বিউটি, বিউটিফুল!!"
১৬। শাফ্ক্বাত বলেছেন: "দিলাম ঘুঊউট্টা.। "
১৭। ইশতে আশিক বলেছেন: " তোরে কইছে তুই বেশি জানস?"।
১৮। পেনাল্টিমেট বলেছেন:
মোবারক - দুর মিয়া এইটা কোন গান হইলো ? আগে চলে দাসী বান্দী পিছে সখিনা - এই গানটা জানেন ?
ঠুংরি গায়ক - জ্বি না জনাব।
মোবারক - আফনার এই যন্ত্রটা আছাড় দিয়া ভাঙ্গেন।
নাটকঃ অয়োময়
১৯। অনিশ্চিত বলেছেন: "ক্যাঁকো ক্যাঁকো, ক্য্য্য্যাঁকো কেকো"
চরিত্রঃ জাহিদ হাসান ওরফে সেই বিখ্যাত মফিজ পাগলা
২০।
সমুদ্র কন্যা বলেছেন: 'তুই রাজাকার'
নাটকঃ বহুব্রীহি
২১। অদ্ভুত বলেছেন: 'ইজ্জত আলীর চরিত্র ফুলের মত পবিত্র'
২২। আইরিন সুলতানা বলেছেন: 'কি সিরিংখলার মইধ্যে পড়লাম !'
চরিত্র : মামুনুর রশীদ
২৩। মনিরুল হাসান বলেছেন: "এম এ পাস, ফার্স্ট কেলাস। "
চরিত্র: বিজলী (রোজী সিদ্দিকী)
নাটক: মাটির মায়া।
২৪। ডিজিটাল কলম বলেছেন: 'কৈতর ......... দরজা বন্ধ কর'
নাটক: মাটির মায়া
চরিত্র: বিজলীর বাপ(খুব সম্ভবত ------ পাশা)
২৫। ডিজিটাল কলম বলেছেন: 'কুউউউউউউউ ঝিক ঝিক ঝিক ঝিক ঝি ঝিক'
২৬। মিশুক - ঢাকা বলেছেন: 'ইয়ে মুতাব্বির.....আজান দে আজান দে....................'
২৭। মিশুক - ঢাকা বলেছেন: 'ঝিক ঝিক মালুম হ্যায়?? হুরমাত...গাড়ি চুচে যাবে...................'
২৮।
সমুদ্র কন্যা বলেছেন: 'মোবারক মামা ঘুমায়'
নাটকঃ অয়োময়
২৯। সমুদ্র কন্যা বলেছেন: 'কান কাটা রমজান মুর্দাবাদ'
নাটকঃ সংশপ্তক
৩০। আইরিন সুলতানা বলেছেন: 'ফটোস্টান্ট ফট্'
চরিত্র: সালাউদ্দিন লাভলু
৩১। টিনটিন` বলেছেন: 'আপনি হলেন গিয়ে বটবৃক্ষ। '
নাটকঃ বহুব্রীহি।
৩২। টিনটিন` বলেছেন: 'আম্মা, কাদের ... কিনসে, আমারেও কিন্ন্যা দেন'
চরিত্রঃ রাহিমার মা।
নাটকঃ বহুব্রীহি।
৩৩। টিনটিন` বলেছেন: 'আমার নাম কমলা, চেহারা সুন্দর তো, তাই সবাই ডাকে কমলা সুন্দরী'
নাটকঃ অয়োময়।
৩৪। তুষারকনা বলেছেন: "কে বেশি সুন্দর,ফুল না ফুলওয়ালী
বুঝিতে পারিনা আমি এ কি হেয়ালী"
চরিত্রঃ শহিদুজ্জামান সেলিম
৩৫। ইচ্হে বলেছেন: "এম এ পাসসসস..... , ফাস্ট্ট ক্লাস...."
৩৬। এসরেজওয়ানা বলেছেন: 'জাহান্নামের লাকড়ি, তুই তো মরবি দোজকের আগুনে'
নাটকঃ সংশপ্তক।
৩৭।
কমুক্যা বলেছেন: 'কোইতর ডাবের ভিতর পাগলা পানি ভর'
নাটক: মাটির মায়া
চরিত্রঃ অমল বোস।
৩৮। নির্বাসন বলেছেন: "ভালোবাসি কি না বাসি বন্ধু টেরাই করো আমারে...কত্ত ভালোবাসি তোমারে"
৩৯। নির্বাসন বলেছেন: "রাষ্ট্রবিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান"
নাটকঃ কেরাম নাটকে
চরিত্রঃ মোশাররফ করিম
৪০। ড়ৎশড় বলেছেন: যতদূর মনে পড়ে ডায়লগটি ছিলো, "ছি! ছি! তুমি এতোওওও খারাপ "
নাটকঃ বারো রকমের মানুষ
৪১।
কমুক্যা বলেছেন: 'রুনা চাচা কি ভাড়া নিয়া ঘেচাং করতাছে'
নাটকঃ কোথাও কেউ নেই
৪২। কঁাকন বলেছেন: "সে এক বিরাট ইতিহাস"
নাটকঃ নিমফুল
৪৩। রোবোট বলেছেন: 'গোফ অফ কইরা দে'
নাটকঃ কোথাও কেউ নেই
৪৪। রোবোট বলেছেন: 'আমি তো জমি কিনিনা, ফানি কিনি'
চরিত্রঃ সেরাজ মিয়া,
নাটকঃ ভাংগনের শব্দ শুনি
৪৫। নির্বাসন বলেছেন: "লীলেখেলা চলতিছে"
চরিত্রঃ অমল বোস
৪৬।
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন:
রমজান- `হ` কি করবি তুই`
হুরমতি- `বেবাক ফাস কইরা দিমু`
নাটকঃ সংসপ্তক
৪৭। লাল সাগর বলেছেন: আমার আরেকখান মনে পরছেঃ
'বালিকা'
নাটক: মাটির মায়া
চরিত্রঃ নাদের চৌধুরি
৪৮। স্বাধীনতার বার্তা বলেছেন: 'কইসিলাম দৌড় না দিতে। দিসে দৌড়। অখন বুঝ ঠেলা।
ওইইই...'
নাটকঃ উড়ে যায় বকপক্ষী
৪৯। প্রশান্ত বলেছেন: 'ঢোল আর নারী দুটাকে মারের উপর রাখতে হয়'
নাটক: অয়োময়
চরিত্র: দিলারা জামান।
৫০। প্রশান্ত বলেছেন: 'মির্জা বাড়ির এক সুতায় টান দিলে দশ সুতায় নড়ে। '
নাটক: অয়োময়
৫১।
প্রশান্ত বলেছেন: 'তুমাকে না বলছি প্যাচার মতো প্যাচাবা না, কাকের মতো স্টেট কা কা করবা'
নাটক: দৈনিক তোলপাড়
চরিত্র: মাসুদ হাসান
৫২। হাজ্জাজ-বিন-ইউসুফ বলেছেন: 'হাসতে পারলামনা বলে দুঃখিত'
নাটক- বহুব্রিহী
৫৩। আইরিন সুলতানা বলেছেন: 'মতি, পাংখা টান'
চরিত্র : মির্জা সাহেব
নাটক : অয়োময়
যার যেটা মনে আছে ডায়ালগ বলতে থাকেন পোষ্টে তা সংযুক্ত করে আপডেট দিতে থাকি। মনে থাকলে নাটকের নাম ও চরিত্র উল্লেখ করবেন।
-
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।