আমাদের কথা খুঁজে নিন

   

অন্তঃসত্ত্বা নারীকে গলা কেটে হত্যা

খুলনার দীঘলিয়া উপজেলায় অন্তঃসত্ত্বা এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

সোমবার ভোরে উপজেলার হাজীগ্রামে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় নাসিমা বেগম (৩৫) নামে ওই নারীকে হত্যা কর‍া হয়।

স্থানীয়রা জানান, রাতে সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন নাসিমা। সোমবার ভোরের দিকে দুর্বৃত্তরা নাসিমার ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে পালিয়ে যায়।

দীঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসাইন জানান, তদন্তের পর জানা যাবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.