আমাদের কথা খুঁজে নিন

   

অন্তঃসত্ত্বা নিয়ে এত গুজব কেন?

বলিউডে কোনও নায়িকার বিয়ে হয়ে যাওয়া মানেই লোকের মুখে হাজারো গুজব। তার ওপর নায়িকার চেহারায় যদি থাবা দেয় মেদ, তাহলে তো কথাই নেই। সারা বলিউড জুড়ে তখন উড়ে বেড়াবে ওমুক নায়িকা বিয়ের এক বছরের মধ্যেই হতে চলেছেন অন্তঃসত্ত্বা।

এই গুজব থেকে বাদ যায় না বলিউডের জনপ্রিয় ও আলোচিত নায়িকারাও। যেমন বাদ পড়েন নি কারিনা কাপুরও।

সম্প্রতি গুজোব রটেছে নবাব সইফ আলী খানের বেগম করিনা কাপুরকে নিয়ে। বেশ কিছুদিন ধরেই বলিউডের হট জুটি সইফি-কারিনাকে নিয়ে লোকমুখে নানা মন্তব্য। বেশিরভাগই বলতে থাকেন, করিনা কাপুর খান নাকি মা হতে চলেছেন!

প্রথম দিকে রটনাটা ছিল আয়ত্তের মধ্যেই। কিন্তু যেই না নতুন বছর সেলিব্রেট করতে বিদেশ উড়ে গেলেন নবাব ও বেগম, এর পরই আগুন পড়ল গুজবের বারুদে। ফিরে আসতেই করিনার চেহারার প্রতি নজর সবার।

সকলেই যেন প্রাণপণ চেষ্টা করতে থাকেন কারিনাকে অন্তঃসত্ত্বা হিসেবে ঘোষণা দিতে!  কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয় নিন্দুকের সব চেষ্টা। আর তা করলেন কারিনা নিজেই।

মুম্বইতে এক ট্যাবলয়েডকে দেওয়া সাক্ষাৎকারে কারিনা স্পষ্ট জানিয়ে দিলেন, মা হতে তার বহু দেরি। আরও বেশ কিছু বছর পর মা হবেন তিনি।

শুধু তাই নয়, বেশ কড়া ভাষায় করিনা জানিয়ে দেন- মা হওয়া, না হওয়া একেবারেই তার ব্যক্তিগত ব্যাপার।

তাই অনুরোধ করেন, দয়া করে কেউ যেন তার সম্পর্কে অন্তঃসত্ত্বা নিয়ে গুজব না রটায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.