পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে মানিকগঞ্জের সাঁটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ফেরাজিপাড়া গ্রামের আবু হানিফকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল-মাহামুদ ফায়জুল কবীর এই রায় দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ১ নভেম্বর ভোরে ঘুমন্ত অবস্থায় আবু হানিফ তার স্ত্রী পারভীনকে হত্যা করে। পরে পারভিন ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার চালান তিনি।
এঘটনার পর পারভীনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ এনে তার ভাই মো. ফরহাদ হোসেন সাঁটুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১১ সালের ৫ অক্টোবর আসামির বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ গঠন করা হয়।
মামলায় বাদীর পক্ষে আট জন ও আসামির পক্ষে একজনের স্বাক্ষ্য গ্রহণ শেষে বুধরায় রায় ঘোষণা করা হয়। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মথুর নাথ সরকার ও আসামি পক্ষে ছিলেন আসাদুজ্জামান আসাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।