আমাদের কথা খুঁজে নিন

   

বাদশাহ যখন ডাকাত হলেন

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

ইতিহাসের পাতায় আলমগীর খুব ন্যায় পরায়ণ একজন বাদশাহ ছিলেন। রাতের অন্ধকারে তিনি রাজপ্রসাদ থেকে বের হয়ে প্রজাদের খোঁজ খবর নিতেন। তার পরণে থাকতো জীর্ণ-শীর্ণ পোষাক। তাঁকে চিনে না এমন কোন ব্যাক্তি তাঁকে প্রথমে দেখলে নিছক ভিক্ষুক-ফকির ছাড়া কিছুই ভাববে না।

একরাতে তিনি প্রজাদের অবস্থা স্বচক্ষে অবলোকন করার জন্য গভীর অরণ্যের পাশ দিয়ে যাচ্ছিলেন। হটাৎ তিনি দেখলেন- চারজন লোক মাঠের এক পাশে বসে আলাপ করছে। তিনি বুঝলেন, তারা আর কেউ নয়-ডাকাত দল। ডাকাত দল বাদশাহকে চিনতো না। তাই তাদেরে একজন বাদশাহকে ডাকল।

বাদশাহ আলমগীর যখন তাদের কাছে গেলেন, তখন তারা বাদশাহকে চোর মনে করে বলল, তুমি একা আর কি চুরি করবা? আমরা চারজন ডাকাত আছি। আমাদের সাথে চল, ডাকাতি করতে যাব। বাদশাহ রাজি হলেন। তারা বলল, আমদের চারজনের চারটি বিশেষ গুণ আছে। সুতরাং আমদের সাথে ডাকাতি করতে হলে তোমারও একটি বিশেষ গুণ থাকতে হবে।

বাদশাহ বললেন, আপনাদের বিশেষ গুণগুলো কী কী? ১ম জন বলল, আমার বিশেষ গুণটি হল- যে বাড়ীতে ডাকাতি করতে যাই সে বাড়ীর কাছে গিয়ে আমি হাত তালি বলতে পারি বাড়ীর মূল্যবাণ জিনিষ গুলো কোথায় আছে? ২য় ব্যাক্তি বলল, যে বাড়িতে আমরা ডাকাতি করতে যাই, সে বাড়ীর তালা আমি অনায়াসে খুলতে পাড়ি। ৩য় ব্যাক্তি বলল, বাড়ীতে যদি কুকুর থাকে, কুকুরটি ঘেউ ঘেউ করে কি বলে তা আমি বুঝি। ৪র্থ ব্যাক্তি বলল, আমার বিশেষ গুণটি হল রাতের অন্ধকারে যাকে দেখি দিনেও তাকে চিনতে পাড়ি হুমমমম অনেক কষ্ঠ লাগছে লিখতে। কেমন হচ্ছে ঠেয়র পাচ্ছি না। যদি আপনাদের ভাল লাগবে বলে মনে হয়, তবে বলেন, বাকিটুকু লিখব।

ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।