আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...
অবশেষে বলধা গার্ডেনের ব্লগাড্ডার তারিখ নির্ধারণের মতো করে ব্লগ দিবসের তারিখ নির্ধারিত হয়ে গেল। ১৯ ডিসেম্বর। যে শক্ত লজিক নিয়ে, ভিশন নিয়ে এগুনোর কথা আমরা অনেকেই বলেছিলাম, সেটা আর হল না। কোনো যুক্তি নেই এর পিছনে। পৃথিবীতে কোনো দিবসই মানুষের ভোটাভুটিতে নির্ধারিত হয়নি।
আমাদের জাতীয় দিবসগুলো সেকথাই বলে। এখন শেষমেশ বাংলা ব্লগ দিবস নির্ধারিত হয়েছে শ্রেফ সাবেকী জ্যোতিষশাস্ত্র মেনে। মে মাসের ঠিক একই দিনে আবার ব্লগের এটিম তাদের জন্মদিবস হিসেবে পালন করে। ফলে দিনটি (১৯) যে কোনোভাবে বাজারে খাওয়ানোর চেষ্টা নিয়ে একটি চক্র সক্রিয় ছিল আড়ালে-আবড়ালে। তারা সফল হয়েছে।
আমাদের অবশ্য সমস্যা নেই এ নিয়ে। চলুক।
সামহোয়্যার ব্লগ টিম ঘোষণা দিচ্ছে-
"আমাদের সম্মিলিত এই প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং বাংলা ভাষাকে বিশ্বময় ছড়িয়ে দেবার জন্যে একটি "বাংলা ব্লগ দিবস" এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে বাংলায় কমিউনিটি ব্লগিং এর সূচনাকারী হিসেবে আমরা সামহোয়্যার ইন ব্লগ "বাঁধ ভাঙার আওয়াজ" এর পক্ষ থেকে একটি নির্দিষ্ট নিরপেক্ষ দিন নির্বাচনের জন্য সকল বাংলা ব্লগ অ্যাডমিনকে চিঠি দিয়ে এবং এই ব্লগেই এ বিষয়ে অসংখ্য পোস্ট,মন্তব্য,আলোচনা ও প্রস্তাব পর্যালোচনা করে ১৯শে ডিসেম্বরকে সর্বাধিক গ্রহণযোগ্য ও নিরপেক্ষ বলে মনে করছি। বাংলা ব্লগ দিবসের আনুষ্ঠানিক যাত্রা সূচনা করার জন্য আসছে ১৯শে ডিসেম্বর,শনিবার, ২০০৯ বিকেল ৫টায় একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে আপনার অংশগ্রহণ আন্তরিকভাবে কামনা করছি। "
এ অবস্থায় অন্য ব্লগগুলোর অবস্থান দেখা যাক একনজর-
ব্লগ দিবস সম্পর্কে সচলায়তনের অন্যতম প্রতিষ্ঠাতা ও মডারেটর হিমুর ভাষ্য-
সচলায়তনের অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালক এস এম মাহবুব মুর্শেদের মতামত-
আমারব্লগ তথ্যকেন্দ্রের অভিমত-
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।