সফলতার ১০০ মন্ত্র : জ্যোতিষ পদ্ধতি
‘আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। ’...হ্যা- আপনিও এবার আপনার জীবনের গতিপথ বদলিয়ে ফেলুন। কারণ- জীবনের অর্থই হলো পরিবর্তনশীলতায় সবসময় আস্থা রাখা।
আর এমনটাই বলছিলেন কাওসার আহমেদ চৌধুরী। তিনি কেÑ এখানে নতুন করে পরিচয় করিয়ে দেবার দরকার নেই। যারা প্রথম আলো’র সাপ্তাহিক আয়োজন ‘ছুটির দিনে’ নিয়মিত পড়েন, তারা তাঁকে ভালো করেই জানেন। তারপরও বলি- তিনি ছুটির দিনের ‘আপনার রাশি’ বিভাগের একজন ডাক্তার। এবং তাঁর রোগনির্ণয় পদ্ধতিও ভিন্ন।
অর্থাৎ বড়িজাতীয় কোনও ঔষধ তিনি লিখে দেন না। শুধু ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করে রোগীর (রোগিণীরাও আছেন!) সেবা করেন, মানে ‘বলিয়া’ দেনÑ ‘কী করিলে’ আপনার মশকিল আসান! আমিও এখানে সব রাশির জাতক-জাতিকার জন্য জীবনযুদ্ধে জয়ী হবার শতকরা ৯৯ ভাগ (০১% কম) সফলতায় আমার ‘সংগ্রহপদ্ধতি’ প্রয়োগ করেছি। অতএব- এগিয়ে যান! [চলবে]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।