আল বিদা
ব্লগে আমি অনেক অনেক পুরান। তবে একটিভ এত ছিলাম না। প্রযুক্তি জ্ঞান অত বেশী না যে ব্লগ সাইট খুজে বের করব। একজন ধরিয়ে দিল। সে জানত কারন সামহোয়ার ইন যখন পথচলা শুরু করে তখন সে ছিল ঐ অফিসের একজন।
আমি ভেবেছিলাম সেও হয়ত এর কারিগরদের একজন। আরিল/জানার পোস্টে তার নাম না দেখে বুঝলাম সে তেমন কেউ ছিল না। এই সে হল 'সমকালের গান'।
আজ বাংলাদেশের জন্য আনন্দের একটি দিন। এই দিনে বাংলাদেশের জন্ম।
আর এই দিনে সমকালের গানেরও জন্ম। এ এক অদ্ভূত ব্যাপার। তার পরিবারের সব গুরুত্বপূর্ন ঘটনা দেশের গুরুত্বপূর্ন দিনে ঘটেছে। সমকালের গান এখন ব্যস্ত ব্যবসায়ী। আমি বলি ব্যশ্ত ব্যবছায়ী।
তার সাথে আমার পরিচয় চট্টগ্রামে। মাঝে কিছু বিরতি দিয়ে গত ১৫ বছর ধরে পরিচয়।
আজ তার জন্মদিন। সে ভাল থাকুক। আনন্দে কাটুক তার দিনগুলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।