আমার স্মরণ শক্তি যদি আমার সঙ্গে প্রতারণা না করে তাহলে গতকাল রাতে বাংলাভিশনে প্রভার সাক্ষাৎকার অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের সঞ্চালক আব্দুর নূর তুষার। অনুষ্ঠানে প্রভার বাবা মা আর বর্তমান হাজবেন্ড উপস্থিত। অনুষ্ঠানটা আর দেখার প্রয়োজন মনে করিনি। মনে পরে আখি আলমগীরের লাইভ সাক্ষাৎকারে এক ব্যক্তি অশালীন অবান্তর প্রশ্ন করেছিলেন।
মানলাম লোকটা খারাপ। হীন মানসিকতা সম্পন্ন। মিডিয়ার অনেকেই সেদিন আখি আলমগীরের পক্ষ নিয়েছিলেন। কিন্তু আমার প্রশ্ন এই রকম ব্যক্তিত্ব ছাড়া আর কোন মিডিয়াম্যান কি বাংলাদেশে নাই?তসলিমা নাসরিন- চৈতি-সুবর্ণা-প্রভা-সৌদ-আখি আলমগীর এদের কি ইচ্ছা করেই আনা হয়। নষ্টে র প্রতি আকর্ষণ এটাই কি বণিজ্যের একমাত্র পূঁজি।
যারা তাদের ঘৃণা করে তারা কি করবে? সমাজের প্রতি মিডিয়াগুলোর কোন দায়িত্ব নাই?আমাদের মিডিয়াম্যানদের যে সমস্ত কেলেংকারী জমা আছে অবৈধ ব্যবসা নেশাদ্রব্য পাচার ,যৌন উত্তেজক দ্রব্য আনা ?এই অবস্থায় সবাই ইন্ডিয়ান বাংলা চ্যানেল দেখা দোষের মধ্যে পরে কিভাবে?যদিও সেগুলোতে ভয়ানক সব নারী চরিত্রের উপস্থিতি,বহুবিবাহ,রংবেরঙের চক্রান্ত আমাদের সমাজে কুপ্রভাব ফেলছে। তারপরও দর্শকরাতো তাদের সিরিয়ালের একটা ক্যারেক্টার হিসেবে দেখছে। বাস্তব হিসেবে নয়। ইন্ডিয়ান ফিল্ম আমদানী করলে স্থানীয় শিল্পীদের হৈচৈ পড়ে যায়। আমরাও নড়েচড়ে বসি।
আমাদের শিল্পীদের ইমেজ যে মাইনাসের দিকে সেদিকে কি খেয়াল আছে?অসভ্য লোক গুলার ব্যক্তিগত জীবন নিয়ে এত টানাহ্যাচড়া কেন?দুর্গন্ধ বাড়ানোর জন্য। অর্থই অনর্থের মূল তাই বলে এতটা?পতিতা পল্লীর অনেকের অনেক দুঃখ ভরা কাহিণী আছে সেগুলো থেকে মানুষের নতুন উপলব্ধি আসা সম্ভব কিন্তু তসলিমা সুবর্ণা-প্রভা-সৌদ-আখি আলমগীর এদের থেকে শিক্ষার কিছুই নাই ক্ষতি ছাড়া । টিভি তে নাকি কালো তালিকা আছ। এই তালিকা কিসের ভিত্তিতে হয় ?আল্লাহতায়ালা ভাল জানেন। মিডিার লোকজন যদি সৃজন শীল না হয়ে শুধু শকুনের মতন মরা -পঁচা -গলা অণ্বেষণ করে আমাদের সম্মুখে তুলে ধরেন তাহলে আমাদের কি করা উচিৎ?দর্শকশ্রোতা তারা যদি প্রশ্ন করেন সুবর্ণা আপনার.....টা অনেক গরম।
... দিবেন ?তাহলে এ দোষের সিংহভাগের জন্য দায়ী কে?অসভ্যতা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সো স্যাড
ছবি নেট থেকে সংগৃহীত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।