নিভৃত মনে একটি কথা
বিরহের মাঝে স্মৃতির ব্যথা
রেখেছি হৃদয় গোপন করে
প্রাণেরও সে ঐশ্বর্য্য ভরে। ।
ব্যস্ততাতেও ক্ষুদ্র সদা
সুখ বিরহে হঠাৎ কাঁদা
রয়েছ মোর দিন যাপনে
প্রণয়ের সে মন যতনে। ।
দিনের পরে রাত্রি তুমি
ক্লান্ত প্রাণের পূণ্যভূমি
স্বর্গ যেথায় পায় গো লাজ
তথায় তোমার সগর্ব সাজ।
।
ক্লান্ত মনে ক্ষুদ্র জীবন
ত্রানের তরে নিঃস্বার্থ মরণ
এনেছ গো এই ধরাতে
তোমার প্রেমের মান ত্বরাতে। ।
ভালবাসায় স্বার্থহীনা
কষ্টের তাই হৃদয়হীনা
করছি প্রণাম জননী বরে
স্বার্থহীনা প্রেমের তরে। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।