আমাদের কথা খুঁজে নিন

   

অমলিন

স্বপ্নেরা থাকুক স্বপ্নের মাঝেই
পুরনো জীবন মোর কত না মধুর, স্নিগ্ধ কোমল ভোর আজ কতদুর । ঘুম ভেঙে প্রত্যুষে শান বাঁধা ঘাটে, রক্তিম মঞ্জুষে লাল আভা ফোটে । সেই সব স্মৃতি মাখা নদীটির বুক, আজ মরুভুমি খা খা বধির ও মূক । রোদেলা দুপুর বেলা বটের ছায়ায়, কোমল পরশ তার কত মায়াময় । বিকেলের রোদ মাখা নৌকার পালে, হাওয়া লেগে ফুলে যেত তানহীন তালে । সেই ঝড় বৃষ্টিতে রাস্তার মোড়ে, তালগাছ নুয়ে যেত বাতাসের তোড়ে । ফেলে আসা জীবনের বর্ণীল দিন, জেগে আছে এই বুকে আজো অমলিন ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।