আমাদের কথা খুঁজে নিন

   

অমলিন কথাগুচ্ছ - ২

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

মনে পড়ে যায়, নবধারা জল অবরোধ্য হয়েছিলো, হচ্ছে এখনো কোনো নাম না জানা মৃত্তিকায় দাবদাহন অবিরত সবক'টা প্রকোষ্ঠ কেনো জ্বলন্ত অঙ্গারসদৃশ লৌহ?- বড্ড জ্বলে নিভে যাওয়া প্রদীপ আগুন পেলেই জ্বলে, শুধু উৎস প্রয়োজন। আর অব্যক্ত কথাগুলো অসমাপ্ত সাদাপাতা জুড়ে লিপিবদ্ধ রয়।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।