জীবনকে খুব কাছ থেকে দেখতে চাই। গতানুগতিকতার গন্ডি থেকে মুক্তি চাই। এতে হয়তো শুনতে হবে অনেক অপমানের বাণী। ভয় করি না।
সেদিন শাহবাগের সামনে দিয়ে বাইকে করে নীলক্ষেত যাচ্ছিলাম।
হটাৎ ফাইন আর্টসের সামনে কিছু ছেলে-মেয়ে আমারই বয়সী তারা আমাকে থামাল। তাদের হাতে ব্যানার । এবং সেখানে লেখা ছিল রূপাকে বাঁচাতে এগিয়ে আসুন। তখনই প্রথম জানলাম রূপা নামে একটি মেয়ে কোন এক কঠিন রোগে আক্রান্ত এবং তাকে বাঁচাতে অনেক টাকা প্রয়োজন। তাই রূপার বন্ধুরা রাস্তায় নেমেছে সাহায্যের জন্য।
আমি আমার সাধ্যমত যা পারলাম সেদিন তাদেরকে দিলাম। এরপর আমি রূপার বন্ধুদের সাথে কিছু কথা বললাম এবং জানতে পারলাম......
ফারজানা ইয়াসমিন চৌধুরী রূপা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ২য় বর্ষের ছাত্রী। রূপা পড়ছে এআইএস ( Accounting & Information Systems ) । রূপা ১৪ তম ব্যাচের ছাত্রী। কিছুদিন আগেও রূপা খুব ভাল ছিল।
দারুণ মেধাবী ছাত্রী রূপা। কিন্তু হটাৎ করেই রূপার পাকস্থলীতে ক্যনসার ধরা পড়ল। রুপা এখন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ৬০১ নাম্বার কেবিনে আছে। চিকিৎসকরা জানিয়েছেন রূপাকে তাড়াতাড়ি অস্ত্রপচার করতে হবে। এর জন্যে দরকার হবে ১০ লাখ টাকার মত।
যা তার বাবা মার পক্ষে যোগাড় করা সম্ভব না। তাই তার বন্ধুরাই তার জন্যে কাজ করে যাচ্ছে।
রূপা আমার কোন কিছুই হয়না। কিন্তু মনে হল আজ তো রূপা আমার বোনও হতে পারত। হয়তো আমাদের কারও এরকম কঠিন কোন কিছু হতে পারত।
ভাবতে ভাবতেই মন খারাপ হয়ে যায়। রূপার বন্ধুদের সাথে বেশ কিছু সময় কাটালাম। কাল জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট থেকে ২ লাখ টাকা পাওয়া গিয়েছে। পারবে কি রূপা বাঁচতে? পারবে কি রূপা মৃত্যুকে পরাজিত করতে? পারবে কি রূপা আবার ফিরে আসতে তার বন্ধুদের মাঝে? আবার বিশ্ববিদ্যালয় মাতিয়ে রাখতে? পারবে কি রূপার বন্ধুরা তার জন্য কিছু করতে? জানিনা একদমই জানি না। তবু আমার মনে হচ্ছে রূপা ফিরে আসতে পারবে ।
আবার পারবে সে তার ক্লাস মাতিয়ে সবার মাঝে ফিরে আসতে। আপনাদের সবার একটু সাহায্যের হাত প্রসারিত করলেই হয়তো রূপা আবার ফিরে আসবে।
রূপাকে সাহায্য পাঠাতে পারেন
bank account no
NAME:NADIR SHAH OMAR CHOWDHURY
BANK ACC NO:11312100026444
MERCANTILE BANK
MOHAKHALI BRANCH.
রূপার বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারেন
Manjur Hossain Shovon-+8801911505841
Moniruzzaman Lingcon- +8801913907556
Pappu Dumar Dey - +8801913598959
ফেইসবুকে রূপার আপডেট এখানে জানতে পারবেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।