আমাদের কথা খুঁজে নিন

   

সারারাত খোলা থাক জানলার খিল


সারারাত খোলা থাক জানলার খিল, বখাটে বাতাস সব ঘরে হানা দিয়ে উড়ায় উড়ায় এই সুরাত্রির নীল - সরোজিনী সঙ্গিনী হাওয়ার মিছিল! বাতাসে সুগন্ধ কিছু ঈষৎ জলজ দখিন সাগরে থাকা আঁধারের ঝিল- মেঘ-ভাসা হাওয়াগুলো উত্তাল উড়ন- পামময় জোছনা, সোঁদেলা সৈকত- লুট হতেই থাকা অঢেল ব্যাবিলন! তুরান ছোটা- সোঁদেলা সময়- পারাপার খোলেলা হাওয়াই অতি রাত অতীত- প্যাসিফিক তীরে আজ নেশারু সামার- আলো নেই আধাঁর নেই অপূর্ব নিখিল যা এক ভুলের মত কিংবা ভুল নয়, হয়তো লিখেও ছিড়ে ফেলা কোন বোধের অন্তঃমিল- না ফেরা সময় সেই স্মৃতির বাবিল! একা থাকার দিন আজ একা থাকার দিন- ডেকে যায় অবিরাম তবু জীবনের মিছিল......।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।