আমাদের কথা খুঁজে নিন

   

সারারাত বৃষ্টি শুনেছি কাল

আহসান জামান সারারাত বৃষ্টি শুনেছি কাল আকাশের কান্না ছুঁয়ে গেছে মৃত্তিকার সজীবতা; কানের দরজায় কড়া নেড়ে ডেকে গেছে কেউ দূরে, অসংখ্য শব্দের হাহাকারে। শ্রাবণঘ্রাণে ফুটে উঠুক আবারও উনিশ' গোলাপের জীবন, বোধের মনোযানে উড়ে আসুক সুনীল শুভ্রতা। পুরানো তারের শরীরে বাজুক অসংখ্য সুর আর মোহিত ঢলে মুছে নিক পরাধীনতার শ্লোক; দামাল হাওয়ার চাদরে তুলে নিক শ্রম সূর্যকিরণে জেগে উঠুক স্বপ্নচর; আগামীপথ। জানালায় ইচ্ছেরা জড়ো করে মৃদঝড়; তাকিয়ে তাকিয়ে দেখেছি কেবল একঝাঁক নিঘুমপাখি এসে; বসেছে হঠাৎ উদাসচোখের ভিতর, ঝর্ণাজলের মতো কান্নারা নেমেছে অবিরাম, অবাধ দু'চোখে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।