আমি সত্যে বিশ্বাসী।
হাজার স্বপ্ন ছিলো যে আমার জাহিলী জীবনে
অন্তর ছিলো অস্থির আর অশান্ত অকারণে।
ধন-মান আর সম্পদ ঘিরে
স্বপ্নগুলো কিলবিল করে
নিশীদিন যেনো রক্ত ঝরে
কালসাপের দংশনে;
জাহিলী জীবনে।
মরণের পরে যেনো ?নাম? থাকে মানুষের অন্তরে
বুদ্ধি আর শ্রমের যতো ঘাম সেদিকেই ছুটে মরে
জাহিলী জীবনের এই অন্ধকার
কুল নেই তীর নেই যেনো সীমাহীন চরাচর
প্রতিযোগিতায় মত্ত এতেই
দুনিয়ার ইনসানে;
জাহিলী জীবনে।
হাজার স্বপ্ন ছিলো বড় হবার
হাজার স্বপ্ন ভোগ-বিলাসীতার
হাজার স্বপ্ন দুহাতে কুড়াবার??? সুখ-সম্ভার।
দুনিয়ার পরে শুধু একটাই খোয়াব আছে দেখবার
ইসলাম দিলো সুখের সে খবর মানুষকে ভালোবাসবার
আল-কুরআনের অন্তরে এই যে সত্যের
দিশা পেয়ে বুঝেছি এ যে সুখের অলংকার
সার্বজনীন সত্য এটাই
দুনিয়ার কল্যাণে;
জাহিলী জীবনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।