আমাদের কথা খুঁজে নিন

   

শাশ্বত আমরা আছি

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

সবাই এগিয়ে আসছে। একত্রিত হচ্ছে একটা পতাকাতলে। সবার মুখে একই কথা। শাশ্বত তোমাকে বাঁচতেই হবে।

বাঁচতে হবে আমাদের জন্যই। একটা কথা চিন্তা করুন, এই শাশ্বতকে আমরা কেউ হয়ত চিনতাম না। সেও আমাদের চিনতো না। কিন্তু কি মনের মিল। শাশ্বত যখন আজ বিছানায় সবাই তাদের মানবতার ঝান্ডা তুলে এগিয়ে গেল ওর কাছে।

একটা মানুষের জন্য এটা অনেক বড় পাওয়া। শাশ্বতর বর্তমান অবস্থা কি তা আমরা সবাই জানি। সুজন রেগুলার এ ব্যাপারে পোষ্ট দিচ্ছে। সবাই জানি কিভাবে কাটছে সে সহ তার বাবা মা আর পরিবারের অন্যান্য মানুষের প্রতিটি মুহুর্তগুলো। ওদের কাছে একেকটি মূহুর্ত যেন কয়েকটি যুগ।

ওদের আর মুখে কোন কথা নেই। কানে ভেসে আসে ভারী দীর্ঘনিঃশ্বাসের শব্দ। যেন শোকে পাথর হয়ে গেছে। কিন্তু ওরা শেষ হয়ে যায় নি। হারিয়ে যায়নি অতল গহব্বরে।

বিলিন হয়নি ওদের শাশ্বতকে নিয়ে সপ্নগুলো। ওরা জানে শাশ্বতর জন্য এগিয়ে আসছে পুরো পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার লাখ লাখ বন্ধু। সবাই এখন কেন্দ্রিভুত হচ্ছে। যার কেন্দ্রে আছে শাশ্বত। আর সেটা হচ্ছে শাশ্বতর বেঁচে থাকার সপ্ন।

আমি যখন শাশ্বত আর তার বাবার সাথে কথা বলছিলাম, আমি ফোনের এই পাশ থেকে কেঁদে ফেলেছি। আমি আমার কান্না ধরে রাখতে পারেনি। শাশ্বত যে কতবার আমাকে বলেছে যে তার কোন ভাষা নেই আমাদের ধন্যবাদ জানানোর। আমি তাকে বলেছি, আমরা যা করছি সেটা ধন্যবাদ নেয়ার জন্য নয় আমরা চাই আপনি সুস্থ্য হয়ে উঠুন। বন্ধুরা আপনারা জেনেছেন এরই মধ্যে বেশ কিছু এমাউন্ট ফান্ডে জমা হয়েছে।

আমাদের কয়েকজন বন্ধু চেষ্টা করে যাচ্ছে। বিশেষ ভাবে একজনের প্রতি আমি কৃতজ্ঞ (আমি নাম প্রকাশ করছি না) যিনি কিনা দেশের বাহিরে থেকে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন। হয়ত ভালো কোন সংবাদ খুব তাড়াতাড়িই পাবো। ফান্ডের ব্যাপারে সবকিছুই আপডেট আপনারা জানতে পারছেন। তাই বন্ধুরা আপনাদের কাছে আবেদন আপনারা এগিয়ে আসুন।

এগিয়ে আসুন শাশ্বতর জন্য। আপনার সাহায্যে হাতটা প্রসারিত করুন। দেখবেন শাশ্বত আমাদের মাঝে ফিরে আসবে আবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।