আমাদের কথা খুঁজে নিন

   

হিন্দী মুভি বাংলা রিভিউ – “Ajab Prem Ki Ghazab Kahani”



মুভিটি দেখবার আগে বসার জন্য একটু নরম সরম জায়গা ঠিক করলাম। আশে পাশে শক্ত কিছু থাকলে আবার হাসতে হাসতে পরে গেলে হসপিটালে যাবার ভয় আছে। পুরা মুভিটি দেখার পর সব আয়োজন বৃথা গেল। কেউ আমাকে পর্যবেক্ষণ করলে হয়তো বলবেন, “কেন মিথ্যা কথা বলছেন?? আপনি তো মাঝে হাসছিলেন। “ আমি বলবো :” আরে আমি বাতাস দিয়ে কাতুকুতু খেয়েই তো ঐ পরিমাণ হাসি।

“ মুভিটি Rajkumar Santoshi ‘র পরিচালনায় দ্বিতীয় কমেডি মুভি। প্রথমটির নাম “Andaz Apna Apna” যেটাকে আমি সর্বকালের সেরা কমেডি মুভি হিসেবে মানি। কিন্তু তার উত্তরসূরী হিসেবে “Ajab Prem Ki Ghazab Kahani” কে একটাই কথা বলবো:” হতাশ করেছে”। কাহিনী জানা যাক। Prem ( Ranbeer Kapoor) এক মহা অকর্মণ্য কিন্তু ভাল মনের একজন মানুষ।

তার জীবনের একমাত্র পরিচয়, যে সে “Happy Club” এর President। যাদের কাজ বলতে গেলে প্রেমিক-প্রেমিকার ভালোবাসা কে যে কোন মূল্যে সাফল্য দান। কিন্তু পকেট তো ফাঁকা। বাবা প্রায়ই বাসা থেকে বের করে দেন। একদিন তার জীবনে এল Jennifer (Katrina Kaif)।

বসন্তের বাতাসের মতো তার মনে প্রেম জেগে উঠলো। কিন্তু একদিন সে জানতে পারলো যে Jennifer এর ভালবাসা অন্য কেউ। Prem , Jennifer এর প্রেমে এতটাই পাগল যে সে তার সর্ব সামর্থ্য দিয়ে Jennifer কে তার ভালবাসার নিকট পৌছে দেওয়ার চেষ্টায় ব্যস্ত থাকলো এবং এর ভিতর দিয়েই ঘটলো সকল উদ্ভট কাহিনী। মুভিটির প্রধান আকর্ষণ হলো Ranbeer – Katrina জুটির রসায়ন। দুজনকে দারুন মানিয়েছে।

Ranbeer প্রমাণ করেই চলছে যে সে আগামীর Superstar। Katrina আবার প্রমাণ করলো যে সে একটা Hit Machine। যারা জানেন না তাদেরকে বলে রাখি মুভিটি এরই মধ্যে Super Hit হয়ে গিয়েছে। মুভিটির সংগীত চমৎকার। Atif এর “Na Jaane Kiyun …” এবং “Tera Hone laga Hoon …” এরই মধ্যে সকলের মুখে মুখে।

Rajkumar Santoshi ‘র আমি অনেক বড় ভক্ত । সে কারণে তার মুভিতে আমার আশা অনেক বেশি থাকে। এছাড়া আমি যে প্রিন্টে দেখেছি তা বেশ খারাপ। সেকারণে আশা হয়তো ভাল প্রিন্টে কিছুটা ভাল লাগতে পারে। সব মিলিয়ে মুভিটি খুব ভালো না।

রেটিং – ২/৫

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.