দাদু তোমার বড় ছেলে আমারই'তো বাবা,
আমায় কেন ধমকে বলে চেঁচিওনা সাবা!
গোমড়া মুখে বলে আমায় খেলতে যেওনা,
জানলা দিয়ে লুকিয়ে কিনে ফুচকা খেওনা।
দাদু তুমি রাখোনাতো ঢেঁপো ছেলের খোঁজ,
রাত্রি জাগে, টিভি দেখে, সিগারেট খায় রোজ।
ফাইলগুলো সব ঘরে আনে অফিস দিয়ে ফাঁকি,
চশমা চোখে লাল কালিতে করতে আকাঁআঁকি।
দাদু তোমার ছেলেটাকে আদব কিছু শেখাও
তাকে দিয়ে একশো পাতা ধমকাবোনা লেখাও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।