.
সুশান্ত আমার সঙ্গে তোমার হয়ে কথা বলছে
ছেলেটার এমনই সাহস যে, মুখের ওপর
তোমার ভাললাগা-মন্দলাগার কথা বলে আমাকে হারায়;
': প্রতিনিয়ত অনেক কিছুই ধন্য কর তুমি,
-সকালে মুখ ধুতে গেলে কলঘর উৎফুল্ল হয়ে বলে
ভালো আছো? তোমার স্নান দৃশ্যে চানঘরতো আনন্দে অজ্ঞান!
চায়ের চুমুকে হাতের কাপখানা দিশেহারা হয়ে পাথরের মতো স্থির হয়ে যায়
গুটানো মশারী,এটো বিছানা বালিশ
তোমার ফুলো নাক মুখ দেখে বলে-খুব ভোরে ভোরে জেগে যাও।
কেন জানতো?
তোমাকে জড়িয়ে শোয়ার সুখ
-মন্ত্রীসভার যে কোন আসনকে উপহাস করে তোমার বসার চেয়ার
অহংকারে শুন্যে ভাসে
-তুমি পথে বেরুলে
স্যাঁত স্যাঁতে রাস্তা ঝটপট স্নায়ূ টানটান করে বসে
তুমি কুচিকুচি সোনা ছিটাতে ছিটাতে হাঁটো
- তটস্থ আমি খেয়াল রাখি,নিজের ভালবাসা ভুলে...
তুমি যদি কষ্ট পাও ,আর রাগ করে ভাল বেসে ফেল!'
...এসব কথা সুশান্ত আমাকে শোনায়।
ওর সাথে তোমার কীবা পরিচয়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।