আমাদের কথা খুঁজে নিন

   

সারপ্রাইজ...



আমার উকিল কন্যার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। যদি কেউ তাকে না চিনে থাকেন তাহলে আমার “বিয়ে এট কাজী অফিস ” ব্লগ টা পড়ে নিবেন দয়া করে। বিশ্বস্ত সূত্রে গতকাল রাতে খবর পেলাম আমাদের জামাই বাবাজীর সাথে ওনার মনোমালিন্য হয়েছে। ওনাদের মনোমালিন্য মোটামুটি ঘন ঘন ঘটে থাকে। তবে তা কিঞ্চিত এর গন্ডি পেরোয় না।

এবারের মনোমালিন্যের মাত্রা কিঞ্চিত এর গন্ডি ছাড়িয়ে বেশ কিছুদূরে পৌঁছে গিয়েছে জেনে ভাবলাম দু’জনকেই একটা সারপ্রাইজ দেয়া যাক। আর তাদের ঝগড়া মেটানো যাক। তো যেমন ভাবা তেমন কাজ। আমার সেই বিবাহিত বন্ধু (ওরফে জামাই বাবাজী) কে বললাম তাড়াতাড়ি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এ চলে আসতে আর এদিকে আমার উকিল কন্যা কেও আনার ব্যবস্থা করলাম। তারা দু’জনের কেউই জানে না কেন তাদের ডেকেছি।

তারপর তারা যখন তাহারা একে অন্যের মুখোমুখি হল, তখন তাদের বললাম, “আপনাদের পরিচয় করিয়ে দেই- এই ভদ্রলোক হচ্ছেন আমার বন্ধু অমুক আর এই ভদ্রমহিলা হচ্ছেন তমুক.........। ” বিঃদ্রঃ পরে পুনরায় বিশ্বস্ত সূত্রে তাহাদের পুনর্মিলনের খবর শুনেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।