আমাদের কথা খুঁজে নিন

   

অপার্থিব



অপার্থিব _________ শ্মশান লিখতে বললে বরাবর গরুর রচনা লিখে আসি। যূথবদ্ধ যত প্ররোচনা বাধা দেয় যাত্রাপথে, গন্তব্যে পৌঁছোতে চাই তবু, কোনওমতে রাজপথ ছেড়ে দিয়ে বাছি কানাগলি কিছুটা এগিয়ে বুঝি, হিসেব সকলই গড়মিল হয়ে যাচ্ছে। এ পৃথিবী স্বর্গ নয় এইখানে ঘৃণা ও প্রণয় এতটুকু নেই, আছে লাল নীল যুবতী যুবক তারা শুধু অঙ্ক বোঝে, খোঁজে শুধু ধূসর ধ্রুবক। তাদের বৃত্তের বাইরে অপেক্ষায় কিছু প্রজ্ঞাহীন ভালবাসা ... ম্লান ... মাথা নীচু ... বসে থাকে। পদচিহ্ন থেকে বহুদূরে প্রস্তাবিত সড়কের বাতিল দুপুরে একা ছায়া হেঁটে যায় ভালবাসা যা খুঁজেছে ... স্মৃতির গুঁড়ো তা' হে সময়, ক্ষমা কোরো আমাদের এ'সব মূঢ়তা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।