আমাদের কথা খুঁজে নিন

   

অপার্থিব

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

সুনশান বিশাল এক মরুভূমি দিগন্তের সীমানাবোধি বালির ক্রুর হাসি। সবুজ প্রান্তে গাছের ছায়ায় সহবির আমি .............এক জীবন বসন্ত প্রত্যাশি। হেঁটে চলে একা একটি মেয়ে মরুর শুষ্ক বালুর রেখা মাড়িয়ে অপরুপ অঙ্গে তার হিল্লোলিত ছন্দ নান্দনিক মুখশ্রী, দৃষ্টি মরুভূমি ছাড়িয়ে .............দেখছে (এদিকে) আমার সবুজ প্রান্ত। নিষ্পলক নয়নজোড়া আমার মরুভূমির বালুর পানে পানে খোঁজে প্রাপ্তি। অধরে সে মেয়ের উদ্ভাসিত হাসির দীপ্তি। সে হাসির তরে সব বিলিয়ে নিঃস্ব .............হতেও আপত্তি তোলেনা সর্ব দেহাংশ। কিন্তু মরুর বালুরেখা আর সবুজ ঘাসের মিলন যেন ভীষন অপার্থিব, রুক্ষবালু উড়িয়ে আনে হৃদয়ে তপ্ত মরুর বায়ু বালুর স্তর পড়ে পড়ে হৃদয় বড় শুষ্ক, মরুদ্যান জাগাতে সেথায় অযথা কৃষিকর্মে .............ক্ষয়ে ক্ষয়ে কমে যায় সময়ের আয়ু। হাতে তাই কাগজ কলম পায়ের তলে সবুজ ঘাসের অস্থিরতা কবিতা লেখার অলস প্রচেষ্টা এগিয়ে চলে অজানা মরুর সীমানা পথে পদব্রজ .............অনুসন্ধানী চোখ খোঁজে অচেনা প্রেষ্ঠা। মরুপ্রান্তে আমি অনড় অপার্থিব শ্যামলতা একা প্রিয় সে অবয়ব কেন জানি কেবলই মরিচীকা! 15ই জুন 1999

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।