সুতো ছেড়া ঘুড়ি
ফুটপাতের ধারে নিথর শুয়ে আছে নেকাব্বর,
না- এ গুন দা'র নেকাব্বর নয়...
নতুন- ভাঙ্গাচুরা, ভগ্ন পলেস্তরা সে এক ;
ফ্যালফ্যালে দু'চোখে ফাতেমাকে খুঁজে ফেরে
কিন্তু দেখা পায়না তার।
নৌকাটা সে কবে দখল করে নিয়েছে আকবর মাতুব্ব্রর ;
দীর্ঘশ্বাস ফেলে সেসব কথা ভাবে.......
তারুন্যের উচ্ছাস দেখে রঙ খেলে যায় তারও মনে,
বাস্তব আর অবাস্তবের মিল খুঁজেও পায়না ঠাওর
চোখ ফিরিয়ে নেয় অন্য দিকে ; কবিতার মত
গর্জে উঠতে চায় দেহ আবার শাণিত চিৎকারে,
ঘোষোনা দিতে ইচ্ছে হয় নতুন এক সংগ্রামের ।
সংগ্রামের মাঝে খুঁজে পায় সে জীবন-জীবনের প্রেম ;
মুজিবের কন্ঠস্বর, নুর হোসেনের রক্ত আর
মীরজাফরের বিশ্বাস ঘাতকতা।
কখনও কখনও সে একটা দু'টা কবিতাও খুজেঁ নেবার চেষ্টা করে...
শুধু তন্ন তন্ন করেও খুজেঁ পায়না একটি অপার্থিব বস্তুঃ অন্ন !
১৫/৫/০৯
বাকলেট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।