জীবন মাঝারে,লীলার বাজারে,
উজার করিয়া সব-
ক্ষীন ভালোবাস জলে মোর বুকে,
শুধু তার অনুভব।
বুকের মাঝারে বসত করিয়া,
দিবা-রজনী রহিত পড়িয়া,
চাদঁমাখা ওই মুখখানি আজও,
নয়নে উঠিছে ভাসি-
ক্ষীন ভালোবাসা জ্বলিছে আজও,
শুধু তাকে ভালোবাসি।
কেন মিছে আসা,শুধু আহাজার,
বিলাস বহুল পন্য হাজার,
এরই মাঝে হারায়ে নিজেকে,
ভুলিতে চাই সবিই-
সময়ের নায়ে উঠায়ে আমারে,
কালের সাথে নিলে আড়ি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।