আমাদের কথা খুঁজে নিন

   

সেন্ট্রাল ব্যাংক অব ইরাক

পৃথিবীর ইতিহাসর এযাবৎকালের সবচেয়ে বড় লুটের ঘটনা এটি। এক বিলিয়ন ডলার যেন চোখের পলকে চুরি করে নিয়ে যায় লুটেরার দল। ইরাকের সেন্ট্রাল ব্যাংকে রক্ষিত এই বড় পরিমাণ অর্থ লুটের ঘটনা বিশ্ববাসীকে হতবাক করে দেয়। সে বছরই মার্চের ১৮ তারিখের ঘটনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাকের যুদ্ধ শুরু হয়ে গেছে।

আমেরিকান বোমারু বিমান ড্রোন হামলায় প্রস্তুত। ইরাকের রাজধানী বাগদাদই তাদের প্রধান লক্ষ্য। উত্তেজনাকর পরিস্থিতিতে ইরাকের সেন্ট্রাল ব্যাংকে ঘটে যায় ইতিহাসের সবচেয়ে বড় পরিমাণ অর্থ লুটের ঘটনা। চুরি করা হয় এক বিলিয়ন ডলার। সেন্ট্রাল ব্যাংক অব ইরাকের এক বিলিয়ন ডলারের মধ্যে ৬৫ মিলিয়ন ডলার পরে খুঁজে পাওয়া গিয়েছিল সাদ্দাম হোসাইনের বাড়ির নিচে।

আমেরিকান সৈন্যরা এই অর্থের সন্ধান দেয়। অনেকে এটাকে সাজানো নাটক বলেন অনেকে বলেন, না এটিই বাস্তবতা। অনেকে বিশ্বাস করেছিলেন ব্যাংক থেকে লুটের অর্থ এই বাড়ির নিচে আসলে নিরাপত্তার জন্যই সরিয়ে রাখা হয়েছিল। সত্য যেটাই হোক ব্যাংকের এক বিলিয়ন ডলার কিন্তু সেখানে ছিল না। আরো বড় অংকের অর্থই লাপাত্তা।

পরে তদন্ত করে একদল তদন্তকারী বলেছিল এক বিলিয়ন ডলার ছাড়াও আরও ২৫০ মিলিয়ন ডলার সরানো হয়েছিল সেন্ট্রাল ব্যাংক থেকে যেগুলো লুটেরার দল নিজেদের কাছেই রেখে দিয়েছিল। এদিকে একটি ব্যাংক চেকে তার ছেলেকে ৯২০ মিলিয়ন ডলার হস্তান্তরের নমুনা পাওয়া গিয়েছিল। সেদিক থেকে বিবেচনা করলে এ লুটের পেছনে কার হাত ছিল সেটা সহজেই অনুমান করা যায়। সেন্ট্রাল ব্যাংক থেকে এক বিলিয়ন ডলার লুটের ঘটনা পৃথিবীর কুখ্যাত লুট বলে স্বীকৃতি পেয়েছে।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.