আমাদের কথা খুঁজে নিন

   

ইরাক জুড়ে সহিংসতা, নিহত ৭০

ইরাক জুড়ে সিরিজ বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৭০ জন নিহত ও কয়েকশ' মানুষ আহত হয়েছে।

মঙ্গলবার ইরাকের বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে বলে ইরাকের নিরাপত্তা ও হাসপাতাল সূত্র জানিয়েছে।

রাজধানী বাগদাদের ১১টি এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে  গাড়িবোমা বিস্ফোরণ ঘটে। প্রায় দু'ঘণ্টা ধরে শিয়া মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে চালানো এসব হামলায় অর্ধ-শতাধিক ব্যক্তি নিহত এবং অন্তত ২০০ লোক আহত হয়।

বাগদাদের উত্তর অংশে অবস্থিত হুসেইনিয়া এলাকায় দু'টি গাড়িবোমা হামলায় নিহত হয় ১০ জন।

সেখানে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তা আলী জামিল জানান, আমি একটি আগুনের কুণ্ডলি এবং বিশাল কালো ধোঁয়া দেখতে পাই। আমরা আরো বোমা হামলার আশঙ্কায় কাছে যেতে পারছিলাম না, কিন্তু ওই আগুনের ভেতর থেকে অসহায় নারী ও শিশুদের আর্তচিৎকার শুনতে পাচ্ছিলাম।

রাজধানী বাগদাদের বাইরে আরো কয়েকটি শহরের বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় আরো ২০ ব্যক্তি নিহত হয়।

ঠিক কারা এসব হামলার জন্য দায়ি সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

কেউ এসব পাশবিক হামলার দায়িত্ব স্বীকার করেনি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.