আজ থেকে প্রায় ২০ বছর আগের ঘটনা। একদিন কোন এক রেলষ্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। অনেকেই বসে আছি। একজন ভদ্রলোক তাঁর অনিন্দ্য সুন্দরী শ্যালিকাকে নিয়ে ষ্টেশনের দিকে আসতে লাগলেন। ইতোমধ্যে অপেক্ষারত সকলেই অনিন্দ্য সুন্দরীকে দেখার জন্য পাগল হয়ে গেল (মনে হয়) এবং একে অপরকে ইশারা ইঙ্গিত করতে লাগলো।
কারণ তার চেহারা ও দেহঅবয়ব এতই আকর্ষণীয় যে, যে কোন পুরুষ মানুষই দেখার জন্য আগ্রহী হবে। অনেক কষ্ট করে ভদ্রলোক তাঁর অনিন্দ্য সুন্দরী শ্যালিকা নিয়ে ষ্টেশনমাষ্টার মহোদয়ের কক্ষে অবস্থান নিলেন; কিন্তু পিপাসার্ত পুরুষদের চোখ এড়াতে পারলেন না। অতঃপর ষ্টেশনমাষ্টার মহোদয় ব্যাপারটা বুঝতে পেরে ঐ ভদ্রলোককে বললেন- ভাইজান, আপনার এই শ্যালিকাকে তো এখানে বসিয়ে রাখতে পারবেন না! তাই পাশেই আমার বাসা, আমার বাসাতে আপাততঃ রেখে আসেন। পরে ট্রেন আসলে বাসা থেকে আনা যাবে। একথা মোতাবেক ভ্দ্রলোক তাই করলেন।
পরে ট্রেন আসলে তিনি তাঁর অনিন্দ্য সুন্দরী শ্যালিকাকে নিয়ে ট্রেনে ওঠার জন্য রীতিমত ধস্তাধস্তি শুরু করলেন, কেননা সবাই (তাকে) একটু স্পর্শ বা ছোঁয়ার জন্য ব্যস্ত। হায় হায় রে দুনিয়া! আমরা (পুরুষরা) কি একটুও আমাদের মা-বোনদের কথা ভাবিনা? যে আমাদেরও এমন বোন-ভাতিজি বা ভাগিনী আছে। তাদের অবস্থাও একটু চিন্তা করতে হবে যে, আমাদের ক্ষেত্রে এমন ঘটনা হলে নিজের কাছে কেমন লাগবে? তাই আসুন আমরা (পুরুষরা) সবাই ভাল হওয়ার চেষ্টা করি। কারণ আমরাই তাদের গার্জিয়ান। ভাল হইতে পয়সা লাগে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।