ইসলামের পথে থাকতে চেষ্টা করি...।
হাঁটুর সফল অস্ত্রোপচার করানোর পর রোববার পাকিস্তানের উদ্দেশে লন্ডন ছেড়েছেন শোয়েব আখতার।
বার্তাসংস্থা পিটিআই জানায়, গত মাসে শোয়েবের বাঁ হাটুতে সফল অস্ত্রোপচার করা হয়। সুস্থ হয়ে শোয়েব পাকিস্তানের প্রথম শ্রেণীর ঘরোয়া টুর্নামেন্ট কায়েদ ই আজম ট্রফিতে কেআরএল এর পক্ষে বাকি ম্যাচগুলো খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে শোয়েবের অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন ডা. অ্যান্ড্রু উইলিয়ামস।
ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফেরও চিকিৎসা করেছেন তিনি।
যা-ই হোক, অনেকের মতে বিশ্বের দ্রুততম বোলার শোয়েব পাকিস্তান দলের বাইরে থাকার সময় হাঁটুতে চোট পাওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড তার চিকিৎসার খরচ বহন করতে অস্বীকার করে। যদিও শোয়েব পাক বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ একজন ক্রিকেটার।
ফিটনেসের অভাবের সঙ্গে শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় দল থেকে বাদ পড়া শোয়েব অবশ্য দলে ফিরতে আগ্রহী। তাই এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরের দলে ডাক পাওয়ার দিন গুনছেন।
সূত্র জানায়,"অস্ট্রেলিয়া এমন একটা জায়গা যেখানে খেলতে তিনি (শোয়েব) ভীষণ ভালোবাসেন এবং অস্ট্রেলিয়া এমন এক ক্রিকেট খেলুড়ে জাতি যাদের বিপক্ষে শোয়েব পারফরম্যান্সের দীর্ঘস্থায়ী ছাপ রাখতে চান। "
পাকিস্তানের নির্বাচকরা অবশ্য বলেছেন, দলে জায়গা পেতে হলে ঘরোয়া ক্রিকেটে শোয়েবকে তার ফিটনেস প্রমাণ করতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।