আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিক রাজনৈতিক ও ক্রীড়া ব্যাক্তিত্ব সহিদ এস্কেন্দার কচির ৩১তম মৃত্যু বার্ষিকী আগামীকাল



আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সাবেক প্রদেশিক পরিষদের সদস্য, নোয়াখালীর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্ব সহিদ উদ্দিন এস্কেন্দার কচি’র ৩১ তম মৃত্যু বার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। এ উপলে সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা অর্ধনমিত রাখা হবে এবং মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া মরহুমের পরিবারের প থেকে দুপুরে নোয়াখালী পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) হল রুমে মিলাদ মাহফিল ও দুস্থদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। মরহুম সহিদ এস্কেন্দার কচি ১৯৭০সালে প্রদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।

ছাত্র জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ছিলেন। পরবর্তিতে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি প্রশিন ও শরনার্থী শিবির তত্ত্বাবধানের কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে তিনি নোয়াখালী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। মরহুম সহিদ এস্কেন্দার কচি নোয়াখালী প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ‘বাংলাদেশ অবজারভার’ পত্রিকার জেলা প্রতিনিধিও ছিলেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.