আমাদের কথা খুঁজে নিন

   

আমার বোকা আব্বু এবং চুইংগাম



বিয়ের পর বাবার বাড়ি যাওয়ার সৌভাগ্য আমার কমই হয়েছে। দেখা গেছে, যেদিন গেছি সেদিন সন্ধ্যায় ফিরে আসতে হয়েছে। এর জন্য অনেকটা আমার স্বামী দায়ী। ট্রেন, বাসে করে আমাদের বাড়িতে যাওয়ার অনেক ঝক্কি তাই সে গাড়ি ছাড়া যাবে না। তার আবার নিজের গাড়ি নাই।

গাড়ি ভাড়া করতে হয়, গাড়ি ভাড়ার আবার সব সময় টাকা থাকে না, এইসব। লাটসাব আর কি! একদম যে থাকিনি এমনও না, অনেক সময় সপ্তাহ ১০ দিনও থাকতাম। তো, একবার বাড়ি গেলাম। সপ্তাহখানেক থাকলাম। অনেক আনন্দ করলাম।

যেন কোন পিছু টান নেই, কোত্থেকে আমার ২টা পাখা গজিয়েছে, কেবল উড়ি আর উড়ি! কিভাবে যে দিনগুলো চলে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। ও হঠাৎ না বলেকয়ে চলে আসল। ওর আবার সারপ্রাইজ দেয়ার বাতিক আছে। আমি আকাশ থেকে ধপ করে মাটিতে পড়লাম। আমার ডানা খসে পড়েছে।

যথারীতি ও একটা গাড়ি ভাড়া করে নিয়ে এসেছে, এই গাড়ি দিয়েই ফেরা হবে। আমি ওকে বলতেও পারছি না আর কয়েকটা দিন থাকি কারণ আবার ওকে একগাদা টাকা খরচ করে গাড়ি নিয়ে আসতে হবে। লাটসাহেবের আবার টাকার টানাটানি! কি আর করা, মন খারাপ করে সব গোছগাছ করছি। পারতপক্ষে আমার মা, বোনদের চোখের দিকে তাকাচ্ছি না। মন দুর্বল হয়ে যায় তখন এদের ছেড়ে যেতে ইচ্ছা করে না।

কিন্তু যেতে তো হবে, হায় সংসার! আমরা চলে আসছি। আব্বু আমাদের সাথে এগিয়ে দিতে আসছেন, সামনের রাস্তায় নেমে যাবেন। মেয়ের সঙ্গে আরও কিছুক্ষণ থাকার লোভ। কিন্তু আব্বুর ফিরতে কষ্ট হবে ভেবে আমার স্বামী বলল, বাবা, আপনার কষ্ট হবে ফিরতে, আপনি এখানেই নেমে যান। গাড়ি যখন ব্রেক করল আমার বুকটা ধক করে উঠল।

আমার চোখে কান্না জমছে। আব্বু অনেক ভেবে নেমে গেলেন। আমার চোখে মেঘ দেখে তিনি এপাশ ওপাশ উদভ্রান্তের মত তাকাচ্ছেন। তাকে কি অসহায়ই না লাগছিল। রাস্তার পাশের দোকানে এক দৌড়ে গিয়ে আবার ফিরে আসলেন।

আব্বুর দুহাত ভরা চুইংগাম। আমার হাতে দিয়ে বললেন, মামনি, চুইংগাম খাও। ঝপ করে আমার চোখে অন্ধকার নেমে আসল, এইবার জমে থাকা মেঘ ঝরে পড়ল। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল। আব্বু তুমি কি ভেবেছ এখনও তোমার এই মেয়েটি সেই ছোট্ট খুকিটিই আছে, যার হাতে চুইংগাম ধরিয়ে দিলে সে কান্না ভুলে যাবে? কি বোকা আমার আব্বু! আব্বুকে রেখে গাড়ি এগুচ্ছে।

আমার বোকা আব্বুটা ছোট হতে হতে পুতুলের মত হয়ে হারিয়ে গেলেন। আমিও কি বোকা, ঘাড় ব্যাথা হয়ে গেছে তবু্‌ও ফিরে ফিরে আব্বুকে দেখার চেষ্টা করি। আমার স্বামী বলল, আহ, কি করো, ড্রাইভার তাকিয়ে আছে। আর কি কান্ড, বাবা, কি মনে করে এতগুলো চুইংগাম কিনে দিলেন? আমি কান্না চাপতে চাপতে বললাম, এটা তুমি এখন বুঝবে না। ও বলল, তাই, তা কখন বুঝব? যখন বাবা হবে, তখন...।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.