আমাদের কথা খুঁজে নিন

   

পোকার খেলতে চান ????????

..

পোকার শিখুন এবং ফেইসবুকে পোকার খেলুন (ইহা একটি অতিব অপ্রয়োজনীয় পোস্ট এবং যারা আমার মতন আজাইরা বইসা থাকেন তাদের জন্য , যারা ব্যস্ত মানুষ কিংবা ইতিমধ্যেই পোকার খেলতে জানেন ভুলেও উঁকি দিবেননা) ফেইসবুকে যখন প্রথম রেজিস্ট্রেশন করি তার কিছুদিন পরই পোকার প্যালেস নামক একটা এপ্লিকেশন এর আমন্ত্রন পাই। বিভিন্ন মুভিতে বিভিন্ন সময় এই পোকার খেলা দেখে আমার খুব শখ জাগে খেলি, কিন্তু পারিনা যে। তারপর শুরু করলাম বিরাট গবেষনা এই বিরাট গবেষনার ফলাফল স্বরূপ আজকের এই পোস্ট লেখা। পোকার প্যালেস এ আপনি সর্বনিম্ন ২ জন থেকে সর্বোচ্চ ১০ জন মিলে খেলতে পারবেন। এইখানে ২ ধরনের টেবিল আছে।

৫ জনের আর ১০ জনের। ১. আপনার হাতে থাকবে দুটো কার্ড। এই কার্ড দেখেই আপনি সিদ্ধান্ত নিবেন খেলবেন নাকি খেলবেন না। ২. মাঠে পড়বে মোট ৫ টি কার্ড। তবে এই ৫ খানা কার্ড কিন্তু একবারে পরবেনা।

পড়বে প্রথমে ৩টা, যাকে পোকারিয় ভাষায় ফ্লপ বলে। তখন মাঠের/টেবিলের ওই তিন কার্ডের সাথে আপনার হাতের দুই কার্ড মিলিয়ে কি কম্বিনেশন হল সেইটা দেখে আপনি সিদ্ধান্ত নিবেন খেলবেন, নাকি বাদ দিবেন, নাকি রেইজ করবেন। রেইজ মানে হইল আপনি পাইবেন এই সম্ভাবনা দেখলে টেবিলে টাকার পরিমান বাড়ানো। যাহোক, ফ্লপ এর পর আরেকটা কার্ড পড়বে যাকে বলা হবে টার্ন এরপর যখন পঞ্চম কার্ডটা পড়বে(ওটাকে রিভার বলে) তখন আপনি মোট ৭ কার্ড দেখে সিদ্ধান্তে আসতে পারবেন কি করা উচিত। ৩. এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল আপনি কিভাবে বুঝবেন যে আপনার হাতে কি ধরনের কার্ড রয়েছে।

আপনার হাতের কার্ড আর টেবিলের কার্ডের সমন্বয়ে ৫ কার্ডের একটা কম্বিনেশন করতে হবে, যার টা বড় হবে সেই পাবে বোর্ডের সব টাকা পয়সা / চিপস। এখন শিখে রাখুন পোকারের কম্বিনেশনগুলা - সবচেয়ে বড় হলো রয়াল ফ্ল্যাশ - যেকোন একপ্রকার কার্ডের, অবশ্যই এক প্রকার(যেমন হরতনের) AKQJ10 এর পর হচ্ছে Straight flush - এইখানেও এক কালারের পাঁচটা কার্ড থাকা লাগবে ক্রমান্বয়ে তবে রয়াল ফ্লাশের কম্বিনেশন ছাড়া। যেমন : 45678/K Q J 10 9 এরপর হলো ফোর অব এ কাইন্ড - যেমন : AAAA/KKKK তারপর ফুল হাউস - যেমন AAAKK/JJJ88/33355 তারপর ফ্লাশ - অর্থাৎ, কোন এক কালার এর পাঁচটি কার্ড। যেমন : হরতনের যেকোন পাঁচটি কার্ড । এখন আসবে Straight - যেকোন প্রকারের / কালারের পাঁচটি কার্ড যদি একের পর এক থাকে, যেমন : AKQJ10/ A2345 এখন থ্রী অব আ কাইন্ড - যেমন : AAA/KKK/222 Two Pairs : যেমন - AAKK/ 2255 এইক্ষেত্রে যদি কোন দুজনের সমান সমান কার্ড পড়ে তাহলে পঞ্চম কার্ড টি নির্ধারনি কার্ড হিসেবে কাজ করবে।

One Pair : যেমন AA/KK/77 High Card : যদি ৭ কার্ড মিলেও উপরোক্ত কোন কম্বিনেশন না হয় , তাহলে যার হাতে বড় কার্ড আছে , সেই পাবে। Kicker : যদি একাধিক প্রতিযোগির কার্ডের বিন্যাসে একই রকম কার্ড থাকে, অর্থাৎ প্রথম এক/একাধিক কার্ড মিলে যায় তাহলে পরবর্তী কার্ড যার বড় সেটিই হবে নির্ধারক , যাকে কিকার বলা হচ্ছে। এছাড়াও খেলতে গেলে আপনি আরও অনেক ব্যাপার নিজেই আবিষ্কার করবেন যা আপনাকে কৌশলী হতে শেখাবে। আগ্রহীরা শুরু করে দিন। ব্যাপক মজার খেলা , আমি কয়েকমাস বুঁদ হয়ে খেলেছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.