জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক জামাত শিবিরের ধর্মের বিষয়ে কনফিডেন্স লেভেলটা খুব হাই।
ছোট বেলা থেকে তারা ধর্মের উপর্যুপরি অপব্যবহার - শিখতে ও করতে থাকে।
এর মাধ্যমে ক্রমশ দক্ষতা বাড়ে। এক পর্যায়ে তারা পাকা খেলোয়াড়ের হয়ে ওঠে।
ওদের কাছে ধর্ম হয়ে যায় জুয়ার টেবিলে ৫২ তাসের মত।
ওরা ভাল জানে - কখন কোন তাস ফেলতে হবে, কখন সরাতে হবে, কখন সাফাই করতে হবে, কত ডাকতে হবে, কিভাবে ট্রাম, ওভার - করতে হবে।
ওরা জানে যেকোনো ভাবে ধর্মের খেলায় জেতার কৌশল।
আমাদের জীবন চক্রে ধর্মের খেলা আসে। আমরা না খেলতে চাইলেও ওরা বাধ্য করে।
আমরা - সোজা সাপটা খেলি, ভয়ে ভয়ে খেলি।
চুরি বিদ্যা না জানায় যথারীতি হেরে যাই।
অবাক হয়ে তাকিয়ে থাকি সেই জাদুকরের দিকে।
মাঝে মধ্যে মুগ্ধ হয়ে হাত তালি দেই।
কিন্তু জানিনা:
এ খাঁচা ভাঙব আমি কেমন করে? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।