পড়ি, লিখি ও গান শুনি, আড্ডা দেই..
“গানের ভিতর দিয়ে যখন দেখি জগত খানি , তখন তারে চিনি, তখন তারে জানি” রবীন্দ্রনাথ ঠাকুরের এ উক্তির তাৎপর্য দিয়ে শুরু হয় শুদ্ধ সংগীতের আসর “আবর্তন”। কুড়িগ্রামের তরুন প্রজন্মের প্রতিভাবান কয়েকজন শিল্পির উদ্যোগে শুরু হল এ আবর্তনের পথ চলা। কয়েকদিন আগে এক সন্ধায় টেরেডেস হোমস্ এর হলরুমে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান টি আয়োজন করে তারা। নাম করনের যথার্থতা নিয়ে আলোচনায় বক্তারা বলেন, আবর্তন নামের সাথে আছে গতির সম্পর্ক , যেখানে গতি নাই যেখেেন কোন সৃষ্টি হতে পারে না। তাই পুরাতনকে আকঁড়ে নয় বরং নতুন ছাঁচে ফেলে নতুন রূপে পরিবেশন করবে আবর্তন।
মানুষের জন্য সংগীত। সংগীত যত মানুষের কাছে যাবে ,মানুষ তত সুন্দর হবে । আলোচনায় ষ্টার আর শুদ্ধ শিল্পীর তফাৎ উল্লেখ করে তারা বলেন, সুস্থ্য ধারার সংগীত টিকিয়ে রাখতে তরুন শিল্পিদের এ উদ্যোগ প্রশংসার দাবিদার। অপসংস্কৃতি রোধেও এর প্রয়োজন অনেক বেশী। তারা আরো বলেন, শাস্ত্রীয় সংগীতের সুর রাজ দরবার থেকে পথের ধুলোয় মিশিয়ে দিতে হবে।
সূরের মহাসমূদ্রে যতই ডুবে যাওয়া যায় , ততই তার স্বাদ লাভ করা যায় , সূরের এই মহাসমূদ্রে আছে আধ্যাত্বিক প্রেম , ধর্ম বিষয়ক ভক্তি মূলক গান , তেমনি আছে বৈচিত্রময় সূর জাল। উচ্চাঙ্গ সঙ্গীতের ক্রম বিকাশ নিয়ে আলোচনা করেন সুব্রত ভট্রাচার্য । প্রাচীন চর্যাপদের রাগ পটমঞ্জুরী থেকে গেয়ে তিনি ঘোরালেন আবর্তনের চাকা । উপস্থিত সঙ্গীতানুরাগীরা একাকার হয়ে গেল হল রুম জুড়ে। তার পর একে একে গেয়ে যান উপল আদিত্য ঐক্য- পিয়া সঙ্গ খেলতে পেয়ারে, ক্যায়সে কাটে দিন রাত, পুজা রানী পাল- বাজেরে বাজে মুরলিয়া, মৈত্্রী রায় চৌধুরী- পিয়া নাহি আয়ে রে, হৈমন্তি শুক্লা- জাগো মোহন পেয়ারে, তূষার কান্তি সরকার- তবলায় ত্রিতাল লহড়া ও রবার্ট রাসেল গোমেজ গেয়ে শোনান Ñআলাপ।
সুরের মোহ যেন শ্রোতাদের আচ্ছন্ন করে রেখেছিল পুরো সন্ধা । ঘোষক তারিফুল হক যখন অনুষ্ঠান শেষের ঘোষণা দিলেন তখনি শ্রোতারা যেন ফিরে পেলেন সম্মিত । আলোচনায় অংশ নেন রবার্ট রাসেল গোমেজ, বাদল আহমেদ, শাহানুর রহমার, জুলকার নাইন স্বপন ও সুব্রত ভট্রাচার্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।