অপর জীবন
নিস্পাপ আমি.........,
তোমাদের পৃথিবীতে আঁধারের খোঁজে এসেছি।
শিশু বিস্ময় নিয়ে -
পুঁতি গন্ধ কাদায় সাঁতরে বেড়াই।
চারপাশের লোলুপ চাওয়াগুলি
ছুঁতে পারেনা আমাকে।
অনুভুতির আশা কি
মানুষকে লোভী করে তুলে?!
আবেগ কি ডেকে আনে
আকাঙ্ক্ষার পাপ?
আমি অপেক্ষা করতে থাকি-
আমাকে শুদ্ধ করে দেবে যে পাপ;
হৃদকম্পনের সাথে চেতনা আমার
তাকিয়ে থাকে নির্নিমেষ- পার্থিব ছোঁয়ার অপেক্ষায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।