অচেনা পথে হাটতে চাই অনেক দুর
কোথা হতে এলে তুমি,কোন অন্ধকার ছেড়ে
কোন মহিলার শুদ্ধ ঘ্রানের প্রদেশ ঘুরে
ছিলো কি কোন বাণিজ্য সংশয়,অনেকটা ক্লান্ত
পান্থ নিবাসে রাতে পাখিদের স্রোতে।
কোথা হতে এলে তুমি
নীল বিষ প্রয়োগে ভ্রষ্ট হাতে
কোন নতুন আবেশি মুখে
অন্ধকারে তুমি পেীওলিকা স্তুপ
অন্ধকারেই করেছ তুমি দেহ নির্মান।
কামনা বাসনা পেয়েছ কি???
ছুয়েছ কি পাতাল অস্থিরতা???
নাকি
তোমার ঘ্রানের সাথে মিশে আছে অন্য কারও ঘ্রান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।