আমাদের কথা খুঁজে নিন

   

সচিত্র প্রজাপতি সংবাদ

Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience

সন্দীপন বসু চঞ্চলা একটা হলুদ প্রজাপতি অনেকটা উড়ে এসে জুড়ে বসেছিল মাত্র কেনা বসন্তবরণের হলদে শাড়িটায়। দেখেই হইহই..ছুট... সে কি উচ্ছ্বাস বালিকার জীবনের প্রথম শাড়ির ভাঁজ ভাঙতেই এই বিরান প্রকৃতির শহরে প্রজাপতি উৎসব। মেয়ের আনন্দে মাও মুচকি হাসেন স্মৃতিতে ভাসে ফেলে আসা কিশোরীবেলা বসন্তের বেহাগ রাগে প্রজাপতি উড়ত তখনও। স্মৃতির বসন্তে... দুর্লভ শাড়িতে হলুদ রঙ আর সদ্য ভাঁজ ভাঙা হলদে শাড়িতে চঞ্চল প্রজাপতি; নিষিদ্ধ একেবারেই। সেই গল্পগুলোই বদলে গেছে এখন প্রজাপতিও আর মানে না শাসন অথবা থোড়াই করে কেয়ার। ফুলে ফুলে-ঢলে ঢলে উপচে মধু রঙ মিলিয়ে ওড়াওড়ি আর খেয়ে সটকে পড়া আধুনিকতা প্রজাপতিকেও বদলেছে অনেকখানি। ছুট ছুট বালিকা, হাতে স্মার্টফোন ১৩.১ মেগাপিক্সেলে ছবি ঝটপট এডিটিং সফটওয়্যারে আধা মিনিটের কারিকুরি তারপর ফেসবুকে সচিত্র প্রজাপতি সংবাদ। তুফান বেগে লাইক, অ্যাডমায়ারারের কমেন্টে প্রজাপতির ডানায় লজ্জার লাল ছোপ মেয়ের খুশিতে হাসেন আধুনিকা মা-ও ওদিকে, গহীনে কোথায় অতলে অন্য ঝড় মা তাই অনেকটা নিজের অজান্তেই রঙিন প্রজাপতিটিকে তাড়ান 'হুশ' বলে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.