হাউকাউ পার্টি
জানো নাকি গরুর মাথায়
দুইটা থাকে শিং
একটা হলো মিস্টার টং
একটা মিসেস টিং।
টিং ও টংয়ের খাতির খুবই
দোস্তি প্রাণে ছিলো
শিং দুটো তাই গরুর মাথার
মধ্যিখানে ছিলো।
কি ভেবে ধুৎ টিংটা সেদিন
বলল- “জনাব টং
এত্তো কেন মেজাজ তোমার
এত্তো কেন ঢং?
এমন এঁকেবেঁকে থাকো
মানুষকে দাও গুতো
তোমার এমন স্বভাব আমার
হয় না মনঃপুত।”
এই না শুনে টংয়ের খুবই
মেজাজ গেলো ক্ষেপে
টং বললো টিংকে- “শোনো
বলবে কথা মেপে।
স্বভাব নিয়ে দুষ্টু কথা
বলতে হলে টংকে
রাখবে মনে একশ পেতাম
পাটিগণিত অংকে!”
টিং বললো-
করতে নকল বুঝি?
টং বললো-
মেধাই আমার পুঁজি।
টিং বললো-
এটাও বুঝি চাপা?
টং বললো-
স্বাক্ষী স্কুলের আপা!
টিং বললো-
ইস্ রে জ্ঞানের গাঁট্টি
টং বললো-
তোমার সাথে কাট্টি!
কাট্টি মানে চুপটি থাকা
খিল্টা মুখে মেরে...
ধীরে ধীরে টিং ও টংয়ের
দূরত্ব যায় বেড়ে।
তখন থেকেই দূরে দূরে
গরুর মাথার শিং
একটা হলো মিস্টার টং
একটা মিসেস টিং।
ছবি গুলো সব আমার তোলা
ছড়াটা টুকলি করা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।