যতটুকু আছে সব উজার করে দেব...............
ব্লগার বন্ধুরা, কেমন আছেন ? আমি ভালো। আজ একটি পোষ্ট দিতে ইচ্ছা হলো। কিন্তু কি দেব ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো যে একটি ফান চিঠি পোষ্ট করি।
লেখা শুরু করলাম, লিখলামও। হয়তো ছন্দে মিলাতে পারিনি।
আপনারা কিছু মনে নিবেন না।
এটা আমার লেখা প্রথম ফানী চিঠি। ফানী হয়েছে কিনা তাও জানিনা।
আপনারা ভালো/মন্দ দুইই কমেন্ট করতে পারেন। আলোচনা/সমালোচনা দুইই করতে পারেন।
তাহলে দেখুন আমার লেখা সচিত্র ফানী চিঠি।
__________________________________________
প্রিয় ন
আমার ভলো নিও। আমি সেই সুদূর ই থেকে তোমাকে লিখছি। তো বাড়ির স কেমন আছ ? তোমার ক কেমন চলছে ? আমি তোমাদের য় ভালো আছি। তুমি জেনে খু খুশী হবে যে, আমাদের ম্যানের সাথে যে ঝা ছিল, তাহা মি গিয়াছে।
আচ্ছা, দেশে নাকি আন্দ শুরু হয়েছে ? হরও নাকি হচ্ছে ? তুমি এ বাইরে বের হলে সবসময় সাব থাকবে। আমাদের গ্রামের ভানু'র কি বিয়ে হয়েছে ? ওর ভাই যে জি থাকত, তার কি অবস্থা ? যাই হোক আমি হয়তো মী মাসে দেশে চলে আসব। এই কুরী আর ভালো লাগেনা। আমি দেশে আ আগে তোমাকে করবো। ভালো থেকো।
ইতি তোমার বন্ধু
___________________________________________
সবাইকে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।