ফ্রম দ্যা হার্ট অফ ডার্কনেস
৩৩- পিথাগোরাসের কালে সংখ্যাতত্বে সবচে গুরুত্বপুর্ণ সংখ্যা। এবং সবচে পবিত্রসংখ্যা যা স্বর্গীয় সত্যকে ধারন করে।
যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিলো ৩৩ বছর বয়সে, যোসেফ যখন কুমারী ম্যারি'কে বিয়ে করেন তখন তার বয়স ছিলো ৩৩, যিশু ৩৩টি অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন, জেনেসিসে ঈশ্বরের নাম উচ্চারিত হয়েছে ৩৩ বার, ইসলামিক ফেইথে , বেহেশতে স্থান লাভকারী সকলের বয়েস হবে ৩৩।
শুধু তাই নয়, মানুষের মেরুদন্ডে মোট কশেরুকরা সংখ্যা ৩৩। এই ৩৩ হাড় দেহকে তার মনন(মাইন্ড) সাথে যুক্ত করে।
নিউটন তাপমাত্রার এক স্কেল আবিষ্কার করেছিলেন যেটাতে বয়েলিং তাপমাত্রা ছিলো ৩৩।
ফ্রিমেসন্রী'তে একটা কথা আছে, অল ইজ রিভিলড অ্যাট থার্টি থ্রি। নিউটন ছিলেন একজন ফ্রিমেসন সভ্য।
......................................................................................................
পড়ে ফেললাম হালের সেনসেশন ড্যান ব্রাউনের দ্যা লস্ট সিম্বল। পুরা ৫০৯ পৃষ্টার বই।
শুরু ম্যাসন বন্ধু পিটার সলোমনের নিমন্ত্রণে রবর্ট ল্যাংডনের ওয়াশিংটনের ক্যাপিটল হলে তড়িঘড়ি করে লেকচার দিতে আসার বর্ণনা দিয়ে। কাহিনী এগুনোর সাথে একে একে জড়িয়ে পড়ে পুরো সলোমন পরিবার , খোদ সি,আই,এ, ম্যাসন সোসাইটি, এক বিকৃত মস্তিস্ক উন্মাদ মালাখ, আরও অনেকে।
অ্যানসিয়েন্ট মিস্ট্রী, ম্যাজিক নাম্বার, চিত্রকলা, থিওলজিক্যাল হিস্ট্রী, এবং সিম্বোলজিতে লেখক গভীর জ্ঞানে মুগ্ধ হতেই হয়। তিনি যেভাবে আলব্রেখত দুরেঁর (Albrecht Dürer) মেলানকলিয়া আই Melencolia I বিশ্লেষন করেন কিংবা ম্যাগিক ফিগার ৩৩ সম্পর্কে আমাদের জানান তা এককথায় চমৎকার।
কিছু প্রসংগ হাস্যকর মনে হয়েছে।
ক্যাথরিন সলোমন যেভাবে মানুষের চিন্তা কিংবা আত্মা পরিমাপন(Measurable Quantity) যোগ্য হিসেবে পরিক্ষাগারে প্রমান করেন, তা মোটেও কনভিনসিং হয়নি(অন্তত আমার কাছে)
ড্যান ব্রাউনের প্রত্যেক বইয়ের ঘটনা আবর্তিত হয় কোন নির্দিষ্ট শহরকে নিয়ে। এবারের শহর ওয়াশিংটন।
লেখক আগের বইগুলোর(দ্যা ভিন্চি কোড, অ্যানজেলস্ এন্ড ডেমন) মতোই এইটাতেও টানটান উত্তেজনা বজায় রাখার চেষ্টা করেছেন। তবে সেই পরিপ্রেক্ষিতে এবার তিনি কম সফল।
এইখানে লেখক বেশ ফিলোসফিক্যাল।
এবং তার ফিলোসফিক্যাল ভিউ পুরোপুরি বিশ্বাসীদের পক্ষে।
অনেক ক্ষেত্রেই বিবরণ অনাবশ্যক দীর্ঘ করা হয়েছে বলে মনে হয়েছে। কিছু চরিত্রের সৃষ্টিকে অনাবশ্যক মনে হয়েছে।
তারপরেও যারা উত্তেজনা ভালোবাসেন, তাদের জন্য এক সপ্তাহের ভালো খোরাক হতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।