আমাদের কথা খুঁজে নিন

   

'উদীচী থেকে পিলখানা' বইয়ের মোড়ক উন্মোচন ও রাষ্ট্রীয় নির্যাতনের ওপর নির্মিত প্রামাণ্যচত্রি 'দুঃসহ সময়' এর প্রদর্শনি: এটি কোন খবরই নয়!!!



নিচের এই ঘটনাটি বাংলাদেশের সাংবাদিক সমাজের কাছে কোন খবরই নয়!!! দৈনিক প্রথম আলো, দি ডেইলি স্টার, দৈনিক যুগান্তর, দৈনিক জনকণ্ঠ, দৈনিক যায়যায়দিন, দৈনিক আমাদের সময় কেউ এক লাইন রিপোর্টও প্রকাশ করেনি। একমাত্র দৈনিক ভোরের কাগজ একটি ছবি ছেপেছে পেছন পাতায় তিন কলামজুড়ে। দৈনিক সংবাদও ছোট করে রিপোর্ট ও ছবি ছেপেছে। প্রিয় পাঠক এবং সংবাদপত্র ও ইলেকট্রনিক জগতের শ্রদ্ধেয় মহারথী বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছে পাঠক হিসেবে আমার এই প্রশ্ন থাকলো, এটি কি কোন খবরের পর্যায়ে পড়ে না? সাংবাদিক জাহাঙ্গীর আলম আকাশের লেখা 'উদীচী থেকে পিলখানা' বইয়ের মোড়ক উন্মোচন ও রাষ্ট্রীয় নির্যাতনের ওপর নির্মিত প্রামাণ্য চিত্র 'দুঃসহ সময়' এর প্রথম প্রদর্শনি অনুষ্ঠান বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা 'সংবাদ' এর স্টাফ রিপোর্টার সাংবাদিক জাহাঙ্গীর আলম আকাশের ওপর নির্যাতনকারী র‌্যাব কর্মকর্তাদের বিচারের দাবি জানান।

বক্তারা দেশে গ্রেনেড-বোমা হামলা ও পিলখানা হত্যাযজ্ঞ নিয়ে লেখা ‘উদীচী থেকে পিলখানা’ বইটিকে সময়ের সাহসী ও বিরল কাজ বলে আখ্যায়িত করেন। মানবাধিকার সংগঠন জাষ্টিজ ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সুইচ অন করে প্রামাণ্য চিত্রের প্রদর্শনির উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সভাপতি গোলাম মোহাম্মদ ইদুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আলতাফ মাহমুদ, লেখক ও প্রাক্তন পুলিশ সুপার আবু মুসা প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আহসানুল হক মাসুদ। বিএফইউজে মহাসচিব আলতাফ মাহমুদ বলেন, সাংবাদিক আকাশের ওপর নির্যাতনকারী র‌্যাবের কর্মকর্তাদের বিচার করতে হবে।

সাংবাদিক আকাশের মতো দুঃসাহসিক লেখা বই যতই প্রকাশ হবে ততই নির্যাতন-নিপীড়ন কমবে। সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম বলেন, আকাশের লেখা বই সত্য কথনের এক দুঃসাহসিক প্রয়াস। উদীচী, সিপিবি, ছায়ানট, ২১ আগষ্টসহ সকল বোমা-গ্রেনেড হামলার ঘটনার সাথে উগ্র, ধর্মান্ধ মৌলবাদী সা¤প্রদায়িক গোষ্ঠীর যোগসূত্র আছে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের একটা সামগ্রিক লড়াই জোরদার করতে হবে। সাম্প্রদায়িকতা একটি রাজনৈতিক অপরাধ।

যুদ্ধাপরাধী আর সাম্প্রদায়িকতার সাথে জড়িতদের বিচার করতেই হবে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বলেন, প্রগতিশীল বামপন্থিদের ওপর হামলা দিয়ে শুরু হয়ে জাতীয়তাবাদী শক্তির ওপরও হামলা হয়েছে। দেশে সংঘটিত গ্রেনেড-বোমা হামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য বহির্ভূত কোন বিষয় নয়। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সংরণে বর্তমান সরকারকে আরও সাহসী হতে হবে। অনুষ্ঠানের সভাপতি উদীচী সভাপতি গোলাম মোহাম্মদ ইদু বলেন, সাংবাদিক আকাশের লেখা 'উদীচী থেকে পিলখানা' বইটি একটি বিরল কর্ম প্রয়াস।

এটি ইতিহাসের অংশ হয়ে রইবে। উল্লেখ্য, 'দুঃসহ সময়' প্রামাণ্যচিত্রটি দুঃবার প্রদর্শিত হয় অনুষ্ঠানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.