আমাদের কথা খুঁজে নিন

   

৩৩ বাড়িতে ডাকাতি মামলা হয়নি একটিও

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার টাঙ্গাব গ্রামের ষাট বছরের বৃদ্ধ আবদুল গনিকে ডাকাতরা কুপিয়ে আহত করে। মাসখানেক আগে তার বাড়িতে ডাকাতরা হানা দেয়। এখনো আবদুল গনি ঠিকমতো চলাফেরা করতে পারেন না। অথচ এ রকম ডাকাতি ঘটনারও মামলা নেই থানায়। একই গ্রামে কয়েক মাস আগে ডাকাতের হামলায় আহত হয়েছে বাড়ির গৃহকর্তা আবদুল কাদির ও শাহাবুদ্দিন। একই রাতে পাঁচ বাড়িতে ডাকাতি হলেও পাগলা থানার পুলিশ মামলা নেয়নি। অভিযোগ রয়েছে, এ গ্রামে গত কয়েক মাসে ১৪ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হলেও পাগলা থানার ওসি কামাল হোসেন রহস্যজনক কারণে একটি মামলাও নেননি। স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার হেলাল উদ্দিন জানান, ডাকাতি হলে ভয়ে ভুক্তভোগীরা মামলা করেন না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রমতে জানা যায়, ডাকাতদের সঙ্গে থানাপুলিশের সখ্য রয়েছে। ভুক্তভোগীরা বাদী হয়ে মামলা করলে পুলিশ নিরীহ মানুষদের হয়রানি করে। এ রকম একাধিক অভিযোগ রয়েছে পাগলা থানার এসআই জামাল উদ্দিন ও আওলাদ হোসেনের বিরুদ্ধে। গত দুই মাসে দাওয়াদাইর গ্রামে চার বাড়িতে ডাকাতি সংঘটিত হলেও থানায় মামলা না হওয়া প্রসঙ্গে টাঙ্গাব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আসাদ খাঁ জানান, টাউট-বাটপারের জন্য কেউ মামলা করেন না।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.