আমাদের কথা খুঁজে নিন

   

মাধবকুণ্ড জলপ্রপাতে ৩৩ বছরে ৩৫ প্রাণহানি

বড়লেখা মাধবকুণ্ড পর্যটন কেন্দ্রের মরণফাঁদ জলপ্রপাতে ৩৩ বছরে গতকাল উদ্ধার হওয়া ঢাকা ক্যামব্রিয়ান কলেজছাত্র জসিমসহ ৩৫ পর্যটকের প্রাণহানি ঘটেছে। রবিবার জলপ্রপাতে সাঁতার কাটতে গিয়ে ক্যামব্রিয়ান কলেজের দুই ছাত্র নিখোঁজ হওয়ার পর শেখ দিদারুল আলম উদ্ধার হলেও টঙ্গী থানার এরশাদনগর এলাকার মুদি দোকানদার শেখ আশিকের ছেলে ক্যামব্রিয়ান কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র শেখ জসিম উদ্দিন (১৮) নিখোঁজ থাকে।অবশেষে দীর্ঘ ১৮ ঘণ্টা পর গতকাল সকাল সাড়ে ৯টায় পাথরের ভাঁজে আটকে থাকাবস্থায় জসিমের লাশ উদ্ধার করে ডুবুরি দল।

পর্যটন কেন্দ্রের তথ্য ও স্থানীয় সূত্রমতে, মাধবকুণ্ড পর্যটন কেন্দ্রের জলপ্রপাতে ১৯৮০ সাল থেকে ২০০১ পর্যন্ত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। তবে কোনো সূত্রই হতভাগাদের নাম ঠিকানা জানাতে পারেনি। তবে ২০০২ থেকে গতকাল পর্যন্ত ১২ বছরের প্রাপ্ত তথ্য মতে, ২০০২ সালে সিলেট শাহজালাল ইউনিভার্সিটির দুই ছাত্র পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে প্রাণ হারায়। ২০০৪ সালের ৩ জানুয়ারি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের স্কুলছাত্রী তাহমিনা হারুন চৌধুরী, ওই বছরের ৯ জানুয়ারি সিলেটের কুয়ারপাড় এলাকার ব্রিটিশ-আমেরিকা টোব্যাকো কোম্পানির কর্মচারী মোহাম্মদ আলী মিনু, ২০০৫ সালের ৫ জানুয়ারি সিলেট ওসমানী মেডিকেল কলেজের ছাত্রী ফারজানা ইসলাম, ওই বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম এবং ৩০ জুলাই খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদুর রহমান শাহেদ, ২০০৬ সালের ডিসেম্বরে কুলাউড়া উপজেলার করেরগ্রামের আরও এক ব্যক্তি কুণ্ডের পানিতে গোসল করতে নেমে মারা যান। ২০০৭ সালের ২৫ মে ঢাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র আনিসুর রহমান সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা যাওয়ার এক দিন পর তার মৃতদেহ ভেসে ওঠে। ২০০৮ সালের ২৮ আগস্ট পানিতে ডুবে প্রাণ হারায় ঢাকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফতেহ মো. শাহী। পরদিন ডুবুরিরা তার মৃতদেহ উদ্ধার করে। ২০০৯ সালের ২ আগস্ট সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারিয়েছে ঢাকার উত্তরা আনোয়ারা মডেল ডিগ্রি কলেজের ছাত্র খন্দকার রাহিমুল ইসলাম রিয়াল। ২০১১ সালের ১২ মার্চ উপর থেকে নিচে পড়ে নিখোঁজ হয় গাজীপুর উপজেলার শ্রীপুর গ্রামের ডুমবাড়িচালা গ্রামের মুক্তার পাটোয়ারীর একমাত্র ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র পারভেজ আহমদ বাপ্পী। ঠিক একই সময় বাপ্পীর দুলাভাই ফিরোজ মিয়া ওপর থেকে কুণ্ডের পানিতে পড়লেও অলৌকিকভাবে বেঁচে যান। জলপ্রপাতের উপর থেকে নিচে পড়ে বেঁচে যাওয়ার ঘটনা এটিই ছিল প্রথম। ২০১২ সালের ১২ মার্চ বড়লেখা সদর ইউনিয়নের উত্তর রাঙ্গাউটি গ্রামের আবদুল হামিদের মেয়ে রুমানা বেগম প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে পাহাড়ের উপর থেকে পড়ে রহস্যজনক মৃত্যু ঘটে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.