আমাদের কথা খুঁজে নিন

   

১৩ বছর পর ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার প্রায় ১৩ বছর পর ১৩ জনকে আসামি করে আদালতে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ইন্সপেক্টর মৃণালকান্তি সাহা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন শাখায় এ অভিযোগপত্র দুটি জমা দেন। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এবং ঢাকার আদালতের পুলিশপ্রধান আনিসুর রহমান সাংবাদিকদের জানান, রাজধানীর পল্টনে ২০০১ সালের ২০ জানুয়ারি সিপিবির সমাবেশে বোমা হামলা হয়। এ ঘটনায় মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন সিপিবির তৎকালীন সভাপতি মনজুরুল আহসান খান। এ মামলার তদন্ত শেষে গতকাল আদালতে দুটি অভিযোগপত্র দাখিল করা হয়। এ অভিযোগপত্র দুটি মহানগর হাকিমের কাছে উপস্থাপন করার পর এর গ্রহণযোগ্যতা নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে শুনানি হবে। দুই মামলায় ১০৭ জনকে সাক্ষী রাখা হয়েছে। এ ছাড়া এ অভিযোগপত্রের ১৩ জন আসামির মধ্যে বর্তমানে ছয়জন কারাগারে রয়েছেন। তারা হলেন হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান, মাইনুদ্দিন শেখ, আরিফ হাসান সুমন, মাওলানা সাবি্বর, শওকত ওসমান ও মসিউর রহমান। এ ছাড়া পলাতক আসামিরা হলেন আবদুল হাই, শফিকুর রহমান, নুর ইসলাম, জাহাঙ্গীর আলম, মুহিবুল্লাহ মুত্তাকীন, আনিসুল ইসলাম মোরসালীন, রফিকুল ইসলাম মিরাজ। গতকাল বিকালে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার পর মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা মৃণালকান্তি সাহা জনান, হামলার সময় নিহতদের রক্তমাখা জামা-কাপড়সহ অন্যান্য আলামত ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। আমরা সঠিকভাবে আদালতের কাছে সেই আলামতগুলো জমা দিয়েছি। আশা করি সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিয়ে মামলা প্রমাণ করতে সক্ষম হবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.