আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
মুখে মধু মনে বীষ
মস্তকে তাজ পনে শীষ (নাগ) ।
বানীতে পানি, দলিলে হিস্ (মুত্র)
জোগাড়ে অগ্রে চালু, দানে পিছ্।
মস্তকে তাজ, হস্তে ঢিস্ (বন্দুক)।
পাঞ্জাবী কোটে, সফেদ ললাটে
পায়ের ধুল জমিনের ভাগ্যিস!
ভাষনে, আকঁনে মর্যাদার বকশিস
মানুষ প্রেমে, চরিত্রে আসলে বড়ই নিচ্।
মুখে মধুর (সুন্দরবন সম), কইলজ্যায় বীষ।
কথিত বার্তায় মহাপুরুষ
মানবতার রায়ে বেত্তোমিজ।
লোভে আর পাপে,
লাশের অভিশাপে, কাপ-ঝাপে (অপকর্ম)
জীবন যেন দানে বিশ (পতিতার মূল্য)।
মস্তকে তাজ যদিও পণে পণে নীল শীষ ।
মুখে মধু অন্তরে বীষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।