আমাদের কথা খুঁজে নিন

   

হাদীসের আলোকে মানুষের অবস্থা



*হযরত হুযাইফা ইবনে ইয়ামান রা. বলেন -নিফাক (মুনাফিক) রাসুলুল্লাহ সা. এর যামানায়ই ছিল। এখন হয় কুফরী (কাফের) না হয় ঈমান (মুমিন)। (সহীহ বুখারী, মেশকাত হাদীস নং -৫৬) *হযরত আনাস (রা বর্ণিত সবচেয়ে বড় দলের অনুসরন করবে, কেননা নিশ্চয়ই যে ব্যক্তি উহা হইতে আলাদা হইবে সে আলাদা হইয়া দোযখেই যাইবে। (সহীহ ইবনে মাজাহ শরীফ, মেশকাত : হাদীস নং-১৬৫) *আবু হুরায়রা (রা.) বর্ণিত হযরত মরিয়ম ও তাঁর পুত্র (ঈসা) ছাড়া এমন কোন আদম সন্তান প্রসূত হয়নাই যাকে শয়তান প্রসূত হওয়ার পরপর স্পর্শ করে নাই, এবং সে চিৎকার দিয়ে উঠে নাই,(অর্থ্যাৎ মরিয়ম এবং ঈসা (আ.) ছাড়া আর সকল মানুষকেই জম্মের পরপর শয়তান স্পর্শ করে) (সহীহ বুখারী, মুসলিম, মিশকাত হাদীস নং-৬৩)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.